X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লাল যাত্রায় ফিরে আসে যেন ভয়াল সেই রাত!

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৯:৩১আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০১:৩৮

প্রাচ্যনাটের লাল যাত্রা। ছবি- সাজ্জাদ হোসেন মেইলে ঠিক এভাবে লেখা ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল- হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্ব-প্রজন্মের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে’।
কথাগুলো নাট্যদল প্রাচ্যনাটের। প্রতি বছরের মতো এবারও টিএসসি থেকে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত প্রতীকী লাল কাপড় ধরে ও ফুল ছড়িয়ে ‘লাল যাত্রা’ করা হয়। স্মরণ করা হয়েছে মহান একাত্তরের ২৫ মার্চের কালরাত্রির শহীদদের। প্রাচ্যনাটের লাল যাত্রা। ছবি- সাজ্জাদ হোসেন

লাল যাত্রার মূল ভাবনায় আছেন প্রাচ্যনাটের অভিনেতা ও গায়ক রাহুল আনন্দ। এবারও তিনি ও দল প্রধান আজাদ আবুল কালাম এর নেতৃত্ব দেন।
প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম ইমন জানান, বিকাল ৫টায় প্রাচ্যনাট সবান্ধব সবাই হেঁটে যায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হয় ‘ধন ধান্য পুষ্পভরা’সহ আরও কিছু দেশাত্মবোধক গান। সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সেখানে প্রাচ্যনাটের শিল্পীরা ছোট আকারে নাটক মঞ্চায়ন করে। প্রাচ্যনাটের লাল যাত্রা। ছবি- সাজ্জাদ হোসেন
নাটিকাগুলোতে বারবার ফুটিয়ে তোলা চেষ্টা করা হয় সেই কালরাত্রির বিভীষিকা।  প্রাচ্যনাটের লাল যাত্রা। ছবি- সাজ্জাদ হোসেন
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…