X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘না’ সিনেমা না! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১৫:৪২আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৮:২৭

প্রকাশনা উৎসবে রনি ও তুষি ‘ছবিটি দেখে আমি নিজেই চমকে গেছি। একেবারে শ্বাসরুদ্ধকর ব্যাপার! ছবি মানে, এটা তো ছোট্ট একটা সিনেমাই। এটাকে মিউজিক ভিডিও বলতে চাই না আমি। এক কথায় অসাধারণ থ্রিলারধর্মী কাজ হয়েছে। রনির জন্য শুভকামনা।’
কথাগুলো জাজ মাল্টিমিডিয়ার কর্তা তথা দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজের। দেশের সাম্প্রতিক সফল ছবিগুলো তার হাত ধরেই এসেছে। তিনিই এমন মন্তব্য করলেন একটি গানের ভিডিও দেখে। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় মগবাজারস্থ সিএমভির প্রধান কার্যালয়ে বসে কথাগুলো বললেন তিনি। তার আগে সিএমভি’র ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে নিজ হাতে উন্মুক্ত করলেন গানের ভিডিও ‘না’।
এসময় উপস্থিত ছিলেন গানটির কণ্ঠশিল্পী রনি, মডেল-চিত্রনায়িকা নাজিফা তুষি (আইসক্রিম চলচ্চিত্র), মডেল ইফতেখার জায়েভ, সুরকার-গীতিকার সেতু চৌধুরী (ভাইকিংস), নির্মাতা মুস্তাফি শিমুল (প্রেক্ষাগৃহ), কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী (হারালো অজানায়), প্রযোজক এসকে সাহেদ (সিএমভি)সহ অনেকেই।
‘না’ প্রসঙ্গে তুষি জানান, চলচ্চিত্র ‘আইসক্রিম’-এর পর পর্দায় আবারও তার বিপরীতে ছিলেন দু’জন। তারা হলেন র‌্যাম্প মডেল ইফতেখার জায়েব এবং রক গানের তরুণ কণ্ঠশিল্পী রনি।
মডেল জায়েব ও তুষির সঙ্গে কণ্ঠশিল্পী রনি (মাঝে) তুষি বলেন, ‘‘এটা বেশ মজার বিষয়, এবারও আমার বিপরীতে পর্দা ভাগাভাগিতে দু’জনকেই পেলাম। তবে এবার একজন নায়ক আরেকজন গায়ক। প্রথম কথা হচ্ছে, ‘না’ গানটি আমার অসম্ভব পছন্দ হয়েছে। আর যে ভিডিওটি তৈরি হয়েছে- সেটি এক কথায় দুর্দান্ত। ’’
এদিকে গানটির কণ্ঠশিল্পী রনি বলেন, ‘‘না’-এর পেছনে গেল দুই মাস অনেক মানুষের অসংখ্য নির্ঘুম দিন-রাত কেটেছে। আমরা চেষ্টা করেছি, চলমান অডিও এবং ভিডিও ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে। চেষ্টা ছিল, রক গানের সূত্র ধরে একটি স্বল্পদৈর্ঘ্য থ্রিলার ফিল্ম তৈরির। সেটি এবার তুলে দিলাম সবার হাতে।’’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত-প্রকাশিত ‘না’ এর ভিডিও ছাড়াও অডিও গানটি এখন শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ-এ।

ভিডিও লিংক:

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…