X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অপূর্বর বাচ্চাপ্রীতি সাবার বাচ্চাভীতি!

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১৯:২৬আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:৫০

নাটকের একটি দৃশ্যে অপূর্ব ও সাবা অভিনয় পর্দার বাইরে অপূর্ব এবং সোহানা সাবা দুজনই ভালো বন্ধু। তবে তাদের একসঙ্গে কাজ করা হয়েছে খুব কম। তাও আবার দু’জনের শেষ কাজ ছিল টানা এক বছর আগে, ‘টাইম’ নামের একটি ধারাবাহিকে।

সেই সূত্রে লম্বা বিরতির পর আবার দুই বন্ধু দাঁড়ালেন ক্যামেরার সামনে, নাটকের কাজে। নাম ‘আলোকন’। উদ্দেশ্য ঈদ উৎসব। রুম্মান রশীদ খানের লেখা, তপু খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী।
সাবা জানান, সম্প্রতি এ নাটকের ধারণ কাজ শেষ হয়েছে। এতে দেখা যাবে অপূর্ব শিশুদের অন্ধভাবে ভালোবাসেন। উল্টোদিকে সাবা শিশুদের ‘উৎপাত’ বলেই মনে করেন। যেখানেই বাচ্চা, সেখানেই সাবার ভয়! কারও বাচ্চাই সহ্য করতে পারেন না তিনি।
সাবার এমন বাচ্চাভীতি আর অপূর্বর বাচ্চাপ্রীতি নিয়ে নাটকের মূল গল্প।
সাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাটকের গল্পটি একেবারেই আলাদা। যদিও এখানে আমার যে চরিত্র তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। আমি-অপূর্ব দু’জনেই নিজের এবং অন্যের বাচ্চাকে যথেষ্ট স্নেহ করি। তবে এই নাটকটি প্রচারের পর মানুষ আমাকে ভুল বুঝতেও পারেন! বাট কাজটা খুবই ভালো হয়েছে। বন্ধু অপূর্বর সঙ্গে টানা এক বছর পর কাজ করলাম। ফিলিং গুড।’
এদিকে চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান জানান, নাটকটির চিত্রনাট্য একটি সত্য কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে। বেশ আবেগপ্রবণ কাহিনি। খুব শিগগিরই ঈদ উৎসবের জন্য একটি বেসরকারি টিভি চ্যনেলে জমা দেয়া হবে ‘আলোকন’।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’