X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

যে কারণে অভিষেক হচ্ছে না সারাহ আলির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১৪:৩৯আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৪:৪৮

টেনিস কোর্টে বাবা-মেয়ে বেশ কয়েকবার অভিষেক হতে গিয়েও হচ্ছে না সারাহ আলি খানের। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের একমাত্র মেয়ে সরাহ’র রূপালি পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল আরও আগেই।

প্রথমে হৃতিকের সঙ্গে অভিনয়ের কথা ছিল তার। এরপর শোনা যায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- টু’তে দেখা যাবে তাকে। কিন্তু সেটাও ভেস্তে যায়। শেষপর্যন্ত শোনা যাচ্ছিল আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’-এ দেখা মিলবে তার। কিন্তু সেটাও এখন শঙ্কার মধ্যে পড়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের মতে, আদিত্য চোপড়াই চাচ্ছিলেন না সারাহকে নিয়ে কাজ করতে। তিনি ইয়াস রাজ ফিল্মসের একটি অডিশন দিতে গেলে তাকে বাদ দেন প্রযোজক আদিত্য। অমৃতা সিংও খুব করে চাইছিলেন যেন বড়পর্দায় বড় কোনও ছবি দিয়েই অভিষেক হয় মেয়ের।

কিন্তু খুব শিগগিরই তা আর হচ্ছে না।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানায়, অমৃতা সিংয়ের কারণেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- টু’ থেকে সরে আসেন সারাহ। কারণ অমৃতা মনে করেন এতে করে অনেকের মধ্যে একজন হয়ে থাকতে হতো সারাহকে।

তিনি চান, সারাহ কোনও তারাকার সন্তান হয়ে নয় বরং নতুন মুখ হিসেবে একক অবস্থান নিয়ে বলিউডে প্রবেশ করুক।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
সব জল্পনা ছাপিয়ে স্বর্ণপাম জিতলো আমেরিকার ‘আনোরা’
কান উৎসব ২০২৪সব জল্পনা ছাপিয়ে স্বর্ণপাম জিতলো আমেরিকার ‘আনোরা’
গ্রাঁ প্রিঁ জিতে ভারতীয় নারী নির্মাতার ইতিহাস
কান উৎসব ২০২৪গ্রাঁ প্রিঁ জিতে ভারতীয় নারী নির্মাতার ইতিহাস
জুরি প্রাইজ পেলো দর্শকপ্রিয় ছবিটি
কান উৎসব ২০২৪জুরি প্রাইজ পেলো দর্শকপ্রিয় ছবিটি