X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ

বিনোদন রিপোর্ট
১২ মে ২০১৭, ১৮:০৪আপডেট : ১৩ মে ২০১৭, ০২:১০

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হলো। শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের অডিটরিয়ামে এই শপথ বাক্য পাঠ করানো হয়।

এই শপথ অনুষ্ঠানে নির্বাচিত ২১ সদস্যদের মধ্যে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান ছাড়াও উপস্থিত ছিলেন ৯ জন। বাকি ১০ নির্বাচিত সদস্যের অনুপস্থিতির কারণ জানা যায় নি।  
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রথমে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর শপথ বাক্য পাঠ করারন নতুন নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে।
এরপর মিশা সওদাগর শপথ করান উপস্থিত অন্য ১০ সদস্যকে।    
এদিকে বৃহস্পতিবার (১১ মে) আদালতের নির্দেশে হঠাৎ স্থগিত করা হয়েছে সদ্য নির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আদালতের এই নির্দেশনার বিরুদ্ধে না গিয়ে আজকের শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‌‘আমরা স্টে অর্ডারটি ভালোভাবে বিশ্লেষণ করেছি। সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, বিবাদীগণের কাছে ক্ষমতা হস্তান্তরের না করার কথা। আমরা ক্ষমতা হস্তান্তর করছি না। আমরা শুধু শপথ পাঠ করাচ্ছি! ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি। এটা গঠনতন্ত্রেই লেখা আছে।’
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ তার কাছে জানতে চাওয়া হয়, শপথ পাঠ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিনা? তিনি বলেন, ‘না, তা নয়।’
প্রসঙ্গত, ঢাকার সিনিয়র সহকারি জজ ২য় আদালতের নির্দেশে গতকাল (১১ মে) এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ড এর চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি (গত নির্বাচনের) শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেয়।
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…