X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
২০১৭ থেকে ১৮: প্রাপ্তি ও প্রত্যাশা

‘এটা হবে আমার কাজের বছর’

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৩:৪২আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:০২

জেসিয়া ইসলাম জেসিয়া ইসলাম। ১৬ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চ ঘুরে আসা বাংলাদেশি নারী। ২০১৭কে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তিই বলে মনে করছেন। কারণটা অবশ্যই এই প্রতিযোগিতা। বছরের শেষ অংশে অন্যতম আলোচনার খোরাক ছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। অন্য একজনকে বিজয়ী ঘোষণার পর নাটকীয়ভাবে নিজ মাথায় মুকুট পরেন ১৮ বছরের এ রমণী। এরপর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে উড়ে যান চীনে।
২০১৭: এ বছরটা তো অবশ্যই আমার জন্য সেরা প্রাপ্তি। দেশের হয়ে বিশ্ব মঞ্চে পারফর্ম করতে গিয়েছিলাম। নিজেকে মেলে ধরার অন্যতম জায়গা ছিল এটি। সাধারণ একজন মেয়ে থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়া, এরপর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিশ্বের সব সুন্দরীদের সঙ্গে লড়াই করা অনেক বড় ব্যাপার। নতুন অনেক কিছু শিখেছি।
জেসিয়া ইসলাম ২০১৮: আসলে আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। তাই কোনও কাজে যুক্ত হইনি। তবে এটা ঠিক এই বছরটা হবে আমার কাজের বছর এবং বড় পরিসরে প্রথম কাজও হবে এই বছরে। সবাই তো চায় ভালো কিছু করতে। আমিও সেটাই চাই। তবে এখনই দ্রুত কিছু করতে চাচ্ছি না। বুঝতে চাচ্ছি কোন বিষয়টি আমার জন্য বা ক্যারিয়ারের জন্য ভালো হবে। আমি সেটাই করবো।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’