X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

১৩ এপ্রিল ‘বিজলী’: এখনও গানের শুটিং বাকি!

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৩:০০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:৫৫

ববি ও রণবীর সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র মিলেছে গেল ফেব্রুয়ারিতে। মুক্তির দিনক্ষণ সব ঠিক, ১৩ এপ্রিল। মানে আর মাত্র ১২ দিনের মাথায় গোটা দেশে মুক্তি পাচ্ছে প্রথম সুপারওম্যানের ছবি ‘বিজলী’।
অথচ পরিচালক ইফতেখার ও নায়িকা ববি জানালেন ভিন্ন তথ্য। ছবিটির নাকি একটি গানের শুটিং বাকি আছে এখনও! তার চেয়ে মজার বিষয় হলো, এটি নিয়ে একদমই ‘গা’ করছেন না পরিচালক ইফতেখার চৌধুরী!
বিষয়টি প্রসঙ্গে তিনি বললেন এভাবে—‘একটি গানের শুটিং করবো আগামী সপ্তাহে। তাও আবার ঢাকায় নয়, সিলেটে। গানটির অল্প কিছু কাজ কিন্তু আমরা সেরে রেখেছি আগেই। সেটা হয়েছিল ভারতের দার্জিলিংয়ে সেন্ট জোসেফ স্কুলে। সেখানেই আমাদের আরেকটি গানের পুরো শুটিং হয়েছিল। যাহোক, বাকি কাজটি করে ফেলবো এরইমধ্যে।’
এদিকে ববি জানান আরেক অভিনব তথ্য! যে গানটির শুটিং হয়নি এখনও সেটি মূলত সিনেমায় ব্যবহারই করা হচ্ছে না। তাই হাতে সময় নিয়েই গানটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ববি বলেন, ‘এই গানটি হচ্ছে সিনেমার বিশেষ প্রচারণা চমক। ছবিটি মুক্তির পর এই বিশেষ গানটি আমরা প্রকাশ করবো। গানটির শিরোনাম হচ্ছে ছবির নামেই।’
ছবির অন্য গান সম্পর্কে ববি বলেন, ‘‘বিজলী’ ছবির প্রতিটি গানই আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এর আগে আইসল্যান্ডে একটি গানের শুট করেছিলাম, যেখানে শাহরুখ ও কাজলের গানেরও দৃশ্যধারণ হয়েছিল। এছাড়াও থাইল্যান্ডের ক্লাব ৬৬ ও পাতায়ায় হয়েছিল আরও দুটি গানের দৃশ্যধারণ। আর ‘ফ্রেন্ড বিউটিফুল’ শিরোনামের গানটি হয়েছে দার্জিলিংয়ে সেন্ট জোসেফ স্কুলে। এখানে শাহরুখ খানও শুটিং করেছেন।’’

‘বিজলী’ ববি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এতে তিনি সুপারওম্যান হিসেবে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’