X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বারীকন্যা এলমা সিদ্দিকীর অভিষেক

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৬:১১আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৩:০৭

একটি টিভি অনুষ্ঠানে বারী সিদ্দিকী ও এলমা সংগীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লোকধারার গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর একমাত্র কন্যা এলমা সিদ্দিকী। দুটি গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি।
তার অভিষেক অ্যালবামের শিরোনাম ‘ভালোবাসার পরে’। আগামী সপ্তাহে এটি আসছে বাংলাঢোলের ব্যানারে।
এলমার জন্য দুটি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী। এরমধ্যে ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবন কোরেশী ও পংকজ।
লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরেছেন এলমা। এখন থেকে শুধু গান নিয়েই থাকবেন। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। অংশ নিয়েছেন বেশ কিছু টিভি অনুষ্ঠানেও।
অভিষেক অ্যালবাম প্রসঙ্গে এলমা বলেন, ‘২০১২ সাল থেকে অ্যালবাম করার পরিকল্পনা চলছিলো। বাবা কিংবা আমি এ ব্যাপারে তাড়াহুড়ো করতে চাইনি। বাবা ব্যস্ত ছিলেন। আমিও চাপ দিইনি। স্বতঃস্ফূর্তভাবে কাজটা এগিয়েছে। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আনন্দিত হতেন।’
এলমা জানান, লোকগান দিয়ে আত্মপ্রকাশ করলেও তিনি ভালো মানের গানে বিশ্বাসী, সেটি যে ঘরানারই হোক না কেন। তার বিশ্বাস, ‘ভালোবাসার পরে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

/এস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…