X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

রবীন্দ্র প্রয়াণ দিবসে বিশেষ কয়েকটি নাটক

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ০৯:৩৬আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৫:৪২

ল্যাবরেটরি আজ (৬ আগস্ট) ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের বেশক’টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার করবে বিশেষ নাটক।
এরমধ্যে এনটিভিতে দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য, রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মীম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, মৌ প্রমুখ।
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ল্যাবরেটরি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। হাসান রেজাউলের পরিচালনায় এখানে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা ও মানস বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে আজ (৬ আগস্ট) রাতে বাংলাভিশনে প্রচার হবে কবিগুরুর ছোটগল্প ‘নিশীথে’ অবলম্বনে বিশেষ নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, রওনক হাসান, নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ।
রওনক হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে।
নিশীথে এদিকে চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক ‘তোমার অন্য যুগের সখা’। পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। এছাড়া ৮ আগস্ট বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো হবে বিশেষ টেলিফিল্ম ‘দৃষ্টিদান’। পরিচালনা করেছেন সতীর্থ রহমান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, গোলাম ফরিদা ছন্দা, সতীর্থ রহমান প্রমুখ।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয়ে একসঙ্গে প্রীতম-জেফার, নির্মাণে শিহাব শাহীন
অভিনয়ে একসঙ্গে প্রীতম-জেফার, নির্মাণে শিহাব শাহীন
গ্রেফতার আলিয়া ভাটের সহকারী
গ্রেফতার আলিয়া ভাটের সহকারী
সেদিন আমি একাই কেঁদেছি: পারসা
সেদিন আমি একাই কেঁদেছি: পারসা
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
নতুন বার্তা নিয়ে ‘সুপারম্যান’ আসছে বাংলাদেশে
নতুন বার্তা নিয়ে ‘সুপারম্যান’ আসছে বাংলাদেশে