X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইমরান-তিশার জম্মু-কাশ্মির অভিজ্ঞতা

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৪:৪০আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:০০

লাদাখে ইমরান-তিশা ১ থেকে ৩ আগস্ট। এই তিন দিন তিন রাত ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের লাদাখ অঞ্চলে কেটেছে দেশের দুই প্রিয়মুখ ইমরান ও তিশার। বেশিরভাগ সময় কেটেছে সেখানকার পাহাড়ে পাহাড়ে।
ব্যক্তিগত কাজে নয়, তাদের এই লাদাখ সফর কেটেছে শুটিং করে, হতে হয়েছে অসুস্থ। সেখানে ইমরানের নতুন গানের নায়িকা হলেন তানজিন তিশা। ‘আমার এ মন’ শিরোনামের বিশেষ এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীত ইমরান নিজেই করেছেন। গানচিলের ব্যানারে এটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
জানা গেছে, লাদাখে বাংলাদেশের কোনও মিউজিক ভিডিওর শুটিং এবারই প্রথম হলো।
‘চোখ জুড়ানো লোকেশন, তবে কষ্ট দিয়েছে অক্সিজেন সংকট’- লাদাখ থেকে ফেরার পর বাংলা ট্রিবিউনের কাছে এমন মন্তব্যই করলেন ইমরান।
লাদাখে ইমরান-তিশা বললেন, ‘লোকেশন দেখার মতো। চোখে লেগে আছে এখনও। চারদিকে পাহাড়। তবে কোনও সবুজ নেই। অক্সিজেনের প্রচুর সংকট ছিল। শুটিংয়ের সময় আমরা বাড়তি অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রেখেছি। এরপরেও শুটিংয়ের ফাঁকে অক্সিজেনের অভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে তিন ঘণ্টা অক্সিজেন মাস্ক পরে স্বাভাবিক হই। তিশার অবস্থাও একই রকম হয়। সব মিলিয়ে ভয়ঙ্কর সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে কাজটি শেষ করলাম।’  
লাদাখের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ইমরান আরও বললেন, ‘প্রায় চার-পাঁচ ঘণ্টা গাড়িতে জার্নি করে করে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে গিয়ে ভিডিওটির শুটিং করেছি। শুটিং শেষে ভিডিওর ফুটেজ দেখে মনে হচ্ছে সব পরিশ্রম সার্থক। এটা আমার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা।’
এদিকে তানজিন তিশা বললেন, ‘কি বলবো! মনে হচ্ছিল শুটিংয়ের পুরোটা সময় একটা স্বপ্নের মধ্যে ছিলাম। অসাধারণ একটি কাজ হয়েছে। অক্সিজেনের অভাব, ননস্টপ জার্নি- সব ছাপিয়ে লোকেশনগুলোর সৌন্দর্যে ডুবে আছি এখনও। ইমরান আর আমার আগের দুটি ভিডিওর চেয়েও এটি বেশি প্রশংসিত হবে বলে আশা করি।’
লাদাখে ইমরান-তিশা ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ এবং ‘শেষ সূচনা’র ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তানজিন তিশাকে।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের উপদেষ্টা আসিফ ইকবাল বললেন, ‘সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে এই লোকেশনগুলোর অবস্থান। লাদাখকে বলা হয় পৃথিবীর স্বর্গ। সংগীতপ্রেমীদের ঈদে বাড়তি আনন্দ দিতেই আমরা গানটির ভিডিওর জন্য এই লোকেশনগুলো বেছে নিয়েছি। গানটির অডিও এবং ভিডিও দুটি নিয়েই আমরা অনেক আত্মবিশ্বাসী।’
ঈদের ঠিক আগে আগে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলেও। লাদাখে ইমরান-তিশা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…