X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জন্মদিনে ‘তুমি মোর পাও নাই পরিচয়’

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৫:০৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:৫৭

জন্মদিনে ‘তুমি মোর পাও নাই পরিচয়’ আজ (১৩ জানুয়ারি) জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। শিল্পীকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই নানারকম আয়োজন চলেছে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়।
এতে বিশিষ্টজনেরা এসে ফুলেল শুভেচ্ছা জানাতে থাকেন তাকে। পাশাপাশি চলে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের গানের পরিবেশনা। একই সঙ্গে এদিন এই শিল্পীর একটি অডিও অ্যালবাম প্রকাশ করে ইমপ্রেস অডিও ভিশন।
একক এ অ্যালবামটির নাম ‘তুমি মোর পাও নাই পরিচয়’। এতে গান রয়েছে ১০টি।
উল্লেখযোগ্য গান  হলো- ‘তুমি মোর পাও নাই পরিচয়’, ‘আগুনে হলো আগুনময়’, ‘বাহিরে ভুল হানবে যখন’, ‘খোল খোল দ্বার’, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’, ‘আমার সকল কাঁটা ধন্য করে’, ‘দূরদেশী সেই রাখাল ছেলে’ ইত্যাদি।
গানগুলোর যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন কলকাতার প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জন্মদিনটি বরাবরই সাধারণভাবে কাটাতে চাই। তবে সেটা আর হয়ে ওঠে না। অন্যদের নানা রকম আয়োজন ও ভালোবাসায় বারবারই সিক্ত হই। আমার তো মনে হয় এটাই আমার জীবনের সেরা পাওয়া।’
জন্মদিনে ‘তুমি মোর পাও নাই পরিচয়’ জানা গেছে, রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে সকালে চ্যানেল আইয়ের ছাতিমতলায় ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ আয়োজন করা হয়। এছাড়াও চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তাকে উত্তরীয় পরিয়ে দেন। বিশিষ্টজনদের অংশগ্রহণে জন্মদিনের কেক কাটেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’