X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

র‌্যাকেট হাতে ব্যাডমিন্টন লিগে অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৫:১২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৩:১৮

অপু বিশ্বাস

সিনেমার পর্দার জন্য নয়, বাস্তবিকভাবেই ব্যাডমিন্টন কোর্টে র‌্যাকেট হাতে নেমে পড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কোর্টের অপর পাশে ছিলেন চিত্রনায়ক সানজু জন, জয় চৌধুরীসহ কয়েকজন।
সপাটে কর্কে কয়েক ঘা চালিয়ে মাঠের কোনায় এসে যখন দাঁড়ালেন, বললেন, ‘প্রতিবার এমন হলে কিন্তু মন্দ হয় না!’
ঠিক এভাবেই রবিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিএফডিসিতে উদ্বোধন হলো চলচ্চিত্র তারকাদের নিয়ে আয়োজিত এই লিগের। যেখানে তারকা ছাড়াও অংশ নিচ্ছে বিনোদনের নানা অঙ্গনের মানুষেরা। এর মাধ্যমে এফডিসির ইতিহাসে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হলো।

অপু বললেন, ‘তারকাদের এমন আয়োজন আরও দরকার। দারুণ একটা উদ্যোগ। সুন্দর একটি টুর্নামেন্ট হবে বলে আশা করছি।’
নূর ক্রিয়েশনস আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, লিগের টাইটেল স্পন্সর আরএফএল প্লাস্টিকের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমানসহ অনেকে।

উদ্বোধনী আয়োজনে অতিথিরা
মুশফিকুর রহমান গুলজার বললেন, ‘বিএফডিসিতে প্রথমবারের মতো এমন আয়োজন হলো। আয়োজকদের সাধুবাদ জানাতেই হবে। তারা খুব দ্রুত এটি করতে পেরেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ব্যান্ডের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি।

এ আয়োজনে ১২টি দল অংশ নিচ্ছে। তাদের মধ্যে আছেন গায়ক আসিফ, ক্লোজআপ ওয়ান তারকা লিজা, তানভীর তারেক, নায়ক ইমন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, নায়ক নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সানজু জন, আশিক, আহমেদ হুমায়ূন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা, বিনোদন সাংবাদিক মনজুর কাদের জিয়া, ইমরুল নূর, পান্থ আফজাল ও রুদ্র রুদ্রাক্ষ। জয় ও জন

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…