X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোটিপতিদের রোগ ডায়াবেটিস!

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ০০:০৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:৫৩

শুটিংয়ে ‘ডায়াবেটিস’ নাটকের শিল্পীরা হঠাৎ জানতে পারেন জাহিদ হাসানের ডায়াবেটিস। আর এটি তাকে জানান গ্রামের গুগলম্যান জামিল।
জামিল তাকে জানায়, ডায়াবেটিস হলো কোটিপতিদের রোগ। এরপর জাহিদের মধ্যে ভর করে কোটিপতিদের আচরণ। এই সূত্রে ঘটতে থাকবে অদ্ভুত সব ঘটনা।
এটি মূলত ‘ডায়াবেটিস’ নামের সাত পর্বের নাটকের ঘটনা। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এতে জাহিদ হাসানকে দেখা যাবে এভাবেই। নাটকটিতে গুগলম্যান হিসেবে থাকছেন জামিল হোসেন। আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, মিঠুসহ অনেকে।
এর মাধ্যমে বেশ কয়েক দিন বিরতির পর নাটকে ফিরলেন জাহিদ হাসান।
গত মাসে নেপাল থেকে শুটিং করে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। যার ফলে কয়েকদিন তাকে হাসপাতালেও থাকতে হয়।
তিনি জানান, এ নাটকটির মাধ্যমে এক মাস পর শুটিংয়ে ফিরলেন।
অভিনেতা জামিল হোসেন বলেন, ‘জাহিদ ভাইকে ঘিরেই গল্প। তিনি মূলত আমার সহযোগিতা ও নানা কথায় প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের আচরণ করতে থাকবেন। সাত পর্বের এ নাটকের ৬ পর্বে তাকে ডায়াবেটিক রোগী হিসেবেই জানবেন দর্শকরা। শেষ পর্বে আসল রহস্য বের হবে।’

গত ৭ মার্চ থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শেষ হবে আজ (১০ মার্চ)। নাটকটি ঈদের বিশেষ আয়োজনের জন্য নির্মিত হচ্ছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…