X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চঞ্চলের সঙ্গে এই তিন নারী কে?

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ০০:০৫আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৫

চঞ্চলের সঙ্গে এই তিন নারী কে? গত ঈদে প্রচার হয়েছিল ‘টাউট’ নামের একটি নাটক। যেখানে প্রতারক হিসেবে হাজির হয়েছিলেন প্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার চতুর্থবারের মতো একই ভূমিকায় আসছেন তিনি।
কিন্তু বরাবরের মতোই কাজের ধরন পালটেছেন। প্রতারণা করতে ধারণ করেছেন নতুন বেশ। কী সেটা—জানতে চাওয়া হয়েছিল চঞ্চল চৌধুরীকে।
‘গল্পটা বললে হয়তো মজাটা নষ্ট হয়ে যাবে। এটুকু বলা যায়, এবারও টাউট হিসেবে হাজির হবো। যেখানে নারী সংক্রান্ত বিষয় থাকবে। তবে বরাবরের মতো সচেতনতার জন্য এখানে কিছু বার্তাও থাকছে। জানানো হবে, অপরাধ করে কেউ পার পায় না।’
বৃন্দাবন দাশের লেখা ‘টাউট’ সিরিজের এই নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। এবারের নাটকটির নাম রাখা হয়েছে ‘বিশ্ব টাউট’।
জানা যায়, একটা সংঘবদ্ধচক্র প্রেমের ফাঁদে ফেলে নারীদের অপহরণ কিংবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইল করে থাকে। তাদের নিয়েই এর গল্প।
চঞ্চল ও তার স্ত্রী শাহনাজ খুশিকে প্রতারক হিসেবে দেখা যাবে। এতে কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন সারিকা।
নির্মাতা সকাল আহমেদ জানান, আসছে ঈদে ‘বিশ্ব টাউট’ নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান