X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে বাংলা ব্যান্ড, উদ্বোধনী কনসার্টে তানভীর তারেক

বিনোদন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৫:৩৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৮:১৪

সিঙ্গাপুরে বাংলা ব্যান্ড, উদ্বোধনী কনসার্টে তানভীর তারেক সিঙ্গাপুর প্রবাসী কয়েকজন সংগীতপ্রাণ মানুষ এক হয়ে গড়ে তুলেছেন বাংলা গানের ব্যান্ড ‘ড্রিমস অ্যারাইভড’। আর সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য আয়োজন করা হয়েছে উদ্বোধনী কনসার্টের।
ব্যান্ডের উদ্বোধক হিসেবে যে কনসার্টে অংশ নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অন্যতম সাংবাদিক, সঞ্চালক ও সংগীতশিল্পী তানভীর তারেক।   
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় শহরের পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত এই কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে প্রায় ৩ হাজার দর্শকের সামনে বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে বক্তব্য দেন তানভীর তারেক। আয়োজকদের কাছ থেকে গ্রহণ করেন সম্মাননা। এরপর প্রায় টানা আড়াই ঘণ্টা গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন তানভীর তারেক। পরে গান পরিবেশন করেন ‘ড্রিমস অ্যারাইভড’ ব্যান্ডের সদস্যরা।  
সম্প্রতি দেশে ফিরে তানভীর তারেক জানান, সিঙ্গাপুরে বসবাসরত মেরিন ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশায় নিয়োজিত একঝাঁক গানপাগল মানুষের উদ্যোগে গড়ে উঠেছে ৬ সদস্যের ব্যান্ড ‘ড্রিমস অ্যারাইভড’।
আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘সিঙ্গাপুরে এই নিয়ে ষষ্ঠবারের মতো কোনও আয়োজনে অংশ নিলাম। তবে দর্শকদের এমন উচ্ছ্বাস আগে কখনও দেখিনি। প্রবাসে শ্রমজীবী তরুণেরা কাজের শেষে মূলত বিনোদনের খোরাক খুঁজে বেড়ায়। আমার বিশ্বাস, প্রবাসীদের সেই চাহিদা পূরণ করবে ব্যান্ডটি।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…