X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মারা গেছেন অবসকিওর ব্যান্ডের প্রিন্স

বিনোদন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:৫২

ক্রিস্টোফার গোমেজ প্রিন্স দেশের অন্যতম ব্যান্ড অবসকিওর-এর গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স মারা গেছেন।

আজ (১২ জানুয়ারি) সকাল ১১টায় নিজ অফিসে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই এই গিটারিস্টকে মৃত ঘোষণা করা হয়।
তার মৃত্যু সংবাদটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ব্যান্ডটির প্রধান সাইদ হাসান টিপু। তিনি জানান, প্রিন্স ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছিলেন।
সাইদ হাসান টিপু বলেন, ‘সকালেই তার সঙ্গে কথা হয়েছিল। এক ঘণ্টার মধ্যে শুনি প্রিন্স নেই। খুব খারাপ লাগছে।’
তিনি আরও জানান, সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানী ফার্মগেটের পাশে তেজকুনি পাড়ার গির্জায় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় খ্রিষ্টান গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রিন্স বেজ গিটারিস্ট হিসেবে অবসকিওর-এর সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি এতে যোগ দেন। এরপর নিয়মিত কাজ করে গেছেন। এছাড়া তিনি একটি এফএম রেডিওতে শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু