X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টানা ৫ সপ্তাহ ধরে শীর্ষে ‘মান অভিমান’

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৭:০৪

টানা ৫ সপ্তাহ ধরে শীর্ষে ‘মান অভিমান’ দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ গত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশি চ্যানেলের মধ্যে এক নম্বরে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসরকারি জরিপ মাধ্যম ‘টেলিভিশন রেটিং পয়েন্ট’, সংক্ষেপে টিআরপি। 
আর এটি উদযাপন করতে গতকাল (২২ জানুয়ারি) আশুলিয়ায় এর শুটিং স্পটে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
যেখানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, দীপ্ত টিভির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা, মান-অভিমান নাটকের শিল্পী ও কলাকুশলীরা।
বিষয়টি নিয়ে দীপ্ত টিভি জানায়, গত ২১ ডিসেম্বর থেকে ‘মান অভিমান’ নাটকটি টিআরপি হিসাবে জনপ্রিয়তার শীর্ষে আছে। এটা একটা বিশেষ প্রাপ্তি। তাই চ্যানেল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছিলো।
জানা যায়, নাটকটি ইতোমধ্যে ৩২০তম পর্ব প্রচার করেছে।
নাসিমুল হাসানের চিত্রনাট্যে ‘মান অভিমান’ পরিচালনা করেছেন আশিস রায়। এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেসা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ অনেকে।  
ভালোবাসা ও পারিবারিক গল্পে নাটকটি নির্মিত। শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এটি প্রচার হয়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান