X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে আলোচনায় ‘চারুর বিয়ে’!

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

নির্মাতা আরিয়ান, নাট্যকার-অভিনেতা দম্পতি নাজিয়া-অপূর্ব এবং মেহজাবীন (ডানে) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গেল দুদিনে অসংখ্য নাটক প্রচার ও প্রকাশ হয়েছে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে। এরমধ্যে সবচেয়ে আলোচনায় আছে অপূর্ব-মেহজাবীন জুটির নাটক ‘চারুর বিয়ে’।
সিএমভি প্রযোজিত এই নাটকটি আলোচনায় আসার কারণ বেশ ক’টি। তবে তার আগে জেনে নিন, গেল দুদিনে (১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি) নাটকটির ইউটিউব ভিউ অতিক্রম করেছে সাত লাখ ৮০ হাজার! ধারণা করা হচ্ছে শনিবার সূর্য ডোবার আগেই এটি অতিক্রম করবে ১০ লাখের ঘর!
নাজিয়া হাসানের চিত্রনাট্যে মিজানুর রহমান আরিয়ানের এই বিশেষ নাটকটি নিয়ে দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও উঠেছে আলোচনার ঢেউ। যার প্রমাণ মেলে মাত্র ১২ ঘণ্টার মাথায় ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটির নাম উঠে আসার মধ্যদিয়ে। জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি রাতে নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার ১২ ঘণ্টার মাথায় ২৮ নম্বর ট্রেন্ডিংয়ে স্থান পায় ‌‘চারুর বিয়ে’।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ভাষ্যে, ‘‘এটা সত্যিই অভূতপূর্ব বিষয়। আমরা একসঙ্গে দুই বাংলার উচ্ছ্বাস দেখতে পাচ্ছি নাটকটির মাধ্যমে। এমন মেলবন্ধন তো সচরাচর দেখতে পাই না। চারুর বিয়ের মাধ্যমে সেটা দেখতে পেলাম। শুধু এটুকু ভেবে পাই না, ভারতের কী পরিমাণ দর্শক নাটকটি দেখলে ও সার্চ করলে সেটি ১২ ঘণ্টার মাথায় দেশটির ট্রেন্ডিং চার্টে চলে আসে! আমি কৃতজ্ঞ নাটকটির সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষের প্রতি।’


‘চারুর বিয়ে’ নিয়ে আলোচনা এখানেই শেষ নয়। নাটকটি নিয়ে দর্শকদের এমন আগ্রহের রেশ ধরে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মাঝে আলোচনা চলছে সেটি নিয়েও।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী বলেন, ‘এই নাটকের দর্শকরা সুযোগ পাচ্ছেন অপূর্ব-মেহজাবীন জুটির সঙ্গে বসে ডিনার করার সুযোগ! এরজন্য নাটকটির ইউটিউব লিংকে দেওয়া পাঁচটি সহজ প্রশ্নের জবাব দিতে হবে আগ্রহীদের। জবাব দিতে হবে কমেন্ট-এর ঘরে। উত্তর সঠিক হলেই যে কেউ পেয়ে যেতে পারেন ডিনারের সুযোগটি।’
‘চারুর বিয়ে’ নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ। ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘চারুর বিয়ে’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!