X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আবারও পেছালো ‘জিন’-এর মুক্তি

বিনোদন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৩:৪৪আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৭:০৯

জিন ছবির পোস্টার

গত বছরের বিজয় দিবস উপলক্ষে ‘জিন’ চলচ্চিত্রের মুক্তির কথা বলেছিলেন এর পরিচালক নাদের চৌধুরী। এরপর শোনা যায় ভালোবাসা দিবসে পর্দায় আসার কথা।
সর্বশেষ প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেয়, ১৩ মার্চ এটি আসবে। দেরি হওয়ার কারণ ভিএফএক্স নামের ‘মহাযজ্ঞ’! তবে এবার সেটি হচ্ছে না। আর হেতুটিও সেই পুরনো। শেষ হয়নি ভিএফএক্সের কাজ!

বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার ভাষ্য, ‘ভিএফএক্সের কাজ আমরা হলিউডে তৈরি করে এর মোশন মুম্বাইয়ের রেড চিলিতে করাই। আর কলকাতায় শুধু এর রেন্ডারিং হয়। এখন দেখা যাচ্ছে, এর রেন্ডারিং কলকাতায় হচ্ছে না। বাধ্য হয়েই আবার মুম্বাইতে ফিরে যেতে হয়েছে। এখন মুম্বাইতে রেন্ডারিং হচ্ছে। এ অবস্থায় আমাদের পক্ষে ১৩ মার্চ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে।’
তারা আরও জানান, এবার সব কাজ শেষ করে সিনেমা সেন্সরের পর মুক্তির ঘোষণা দেবেন।
‘জিন’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল-পূজা চেরী এবং রোশান-মুন জুটি। নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জিনকে নিয়ে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছরখানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সিনেমার শুটিং হয়নি। ২০১৯ সালের তারা শুধু ‘জিন’ ছবিটিই নির্মাণ করেছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…