X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

করোনাকালে মিডিয়ায় প্রথম বিয়ে!

সুধাময় সরকার
১১ জুন ২০২০, ১৬:৩৮আপডেট : ১১ জুন ২০২০, ২০:২৯

নোমান রবিন ও নায়লা বারী চলমান করোনাকাল কিংবা গৃহবন্দি সময়ে দেশজুড়ে বিয়ের ঘটনাও ঘটেছে অনেক। সেটি নিয়ে অনেক ট্রল হয়েছে, হয়েছে থানা-পুলিশও। আবার একই কারণে জীবন দিয়েও মূল্য দিতে হয়েছে অনেক উচ্চবিত্ত পরিবারকে।

তবে এ বিষয়ে সাংস্কৃতিক অঙ্গন গেল আড়াই মাস বেশ সচেতনতার পরিচয় দিয়েছে। এরমধ্যে একটি ভাঙন (অপূর্ব) আর একটি বিয়ের খবর (নুসরাত ফারিয়া) মিলেছে। খবর করোনাকালে প্রকাশ হলেও দুটোই ঘটেছে আগেই। সেসব হিসেবে এবারই প্রথম করোনাকালে মিডিয়ার প্রথম কোনও বিয়ের ঘটনা ঘটলো।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিয়েবন্ধনে আবদ্ধ হলেন চলচ্চিত্রকার নোমান রবিন ও পুষ্টিবিদ নায়লা বারী।
নোমান রবিন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকালে উভয় পরিবারের মাত্র ৪ জন সদস্যের উপস্থিতিতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নোমান রবিন বলেন, ‘আমাদের বন্ধুত্বের বয়স প্রায় ৪ বছর হতে চললো। এই সময়ে আমরা একে অপরকে জানার চেষ্টা করেছি। এবং চলমান লকডাউনে আমরা একে অপরের কাছ থেকে লম্বা সময় দূরে থেকে অনুভব করি—আমাদের আসলে এক হওয়ার চূড়ান্ত সময় এটাই।’
স্ত্রীর প্রশংসা করতে গিয়ে আলোচিত চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ নির্মাতা নোমান রবিন বলেন, ‘নায়লা বহুগুণে গুণান্বিত। তার নিত্যনতুন সৃজনশীল ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমার চলচ্চিত্র নির্মাতা পরিচয়ে সে গর্ববোধ করে। আমরা দুজনেই দুজনার কর্মে মুগ্ধ।’
এদিকে নববধূ পুষ্টিবিদ নায়লা বলেন, ‘সিভি দেখে চাকরি হয়। কিন্তু সিভি দেখে সারা জীবন পাশাপাশি বসবাস করা যায় না। মানুষটার দৃষ্টিভঙ্গি, মন-মানসিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। নোমান তার কাজ দিয়ে দেশের জন্য অনেক সম্মান বয়ে আনুক, পাশে থেকে সেটাই চাই।’
নোমান রবিন জানান, করোনাকাল গেলে তারা জমকালো আনুষ্ঠানিকতার স্বপ্ন দেখছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…