X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মনোজের জাপানি নায়িকা!

বিনোদন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৩:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫৭

মনোজ ও মায় মায় ওয়াতানাবে জাপানি তরুণী; বাংলাদেশে এসেছেন বছর দশেক হলো। বাংলাটাও রপ্ত করেছেন বেশ।
কাজ করছেন এ দেশের সুবিধাবঞ্চিতদের নিয়ে। তাকেই এবার দেখা যাবে পূজার নাটকে। শাওন কৈরীর রচনায় গৌতম কৈরী নির্মাণ করেছেন পুজোর বিশেষ নাটক ‘ভৈরবী’। এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ওয়াতানাবে। মনোজ প্রামাণিকের বিপরীতে তাকে পাওয়া যাবে।
গল্পে মনোজের নাম নীল, ওয়াতানাবের নাম আঁকি। জাপানে পাঁচ বছর পড়াশোনা শেষে দেশে ফিরে নীল সঙ্গে নিয়ে আসে সহপাঠী আঁকিকে। এখানকার পরিবার, বন্ধন ও পূজা উৎসব দেখে জীবনকে নতুনভাবে আবিষ্কার করে আঁকি।

মনোজ বললেন, ‘গল্পের মূল চরিত্র জাপানি মেয়ের, তার সঙ্গে ওয়াতানাবে বেশ মানিয়ে গেছেন। আর উনি বাংলাও বলতে পারেন। দিন ১৫ আগে এর কাজ হয়েছিল। এটাই পূজায় একমাত্র কাজ আমার।’
মায় ওয়াতানাবে জানান, অভিনয়টা তার কাছে ফান লাগছে। গরমেও কাজ করতে সমস্যা হয়নি। অপেক্ষা করছেন এটির মুক্তির। তারপর বন্ধুদের কাছে এর ইউটিউব লিংক পাঠাতে চান তিনি।
জানা যায়, ‘ভৈরবী’ এনটিভিতে দশমীর দিন (২৬ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র