X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
স্মরণে সৌমিত্র

‘সেই সিদ্ধান্তটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি’

রুমানা রশীদ ঈশিতা, অভিনেত্রী
১৫ নভেম্বর ২০২০, ১৫:৫৮আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২৩:০২

শুটিংয়ে সৌমিত্র ও ঈশিতা ২০১৮ সালে ‘কাঠপেন্সিল’ নামের একটি টেলিছবিতে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলাম।

তার আগে ৫ বছর অভিনয় করিনি। যখন আমার কাছে স্ক্রিপ্ট পাঠানো হয়, তখন শুনি সৌমিত্র চট্টোপাধ্যায় এতে অভিনয় করবেন। আমি আর বেশি কিছু ভাবিনি। সঙ্গে সঙ্গে বলেছি, আমি কাজ করবো। এখনও মনে হয়, সেই সিদ্ধান্তটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি হয়ে আছে যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে আমি কাজ করতে পেরেছি।
আমাদের শুটিং হয়েছিল কলকাতায়। উনার বয়স তখন ৮৩ বছর। সেই বয়সেও তার সময়-নিয়মানুবর্তিতা, পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করতো।
শুধু সেটে আসাই নয়, আসার আগে তিনি আরও প্রস্তুতি নিয়ে আসতেন। কারণ, কখনও দেখিনি তার একটা সংলাপ ভুল হয়েছে। সবকিছুই মুখস্থ ও আত্মস্থ করে সেটে ঢুকতেন। আমরা তখনও জানতাম না তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বা তার কাজেও সেই ছাপ পাওয়া যেত না।
আরেকটি বিষয় বলি, সেটে আমরা সবাই উনার অনেক ছোট। আমার চেয়েও বয়সে ছোট টেলিছবিটির পরিচালক রাফায়েল আহসান। কিন্তু সৌমিত্র কখনোই ডিরেক্টরের কথার বাইরে কিছু করতেন না। এবং নির্দেশনাগুলো শুনে বুঝে নিতেন।
শুটিংয়ের ফাঁকে ঈশিতা, অন্তু ও সৌমিত্র প্রায় প্রতিটি শট দেওয়ার পরই আমাদের জিজ্ঞেস করতেন, কোনও কিছু মিস হলো কিনা? পরিচালককে বলতেন, আবার শট দিতে হবে কিনা! অথচ উনার মতো অভিজ্ঞ মানুষের তো মিস হওয়ার কোনও সুযোগই থাকে না। তার মতো বিখ্যাত মানুষের তো অন্যের কাছে মতামত নেওয়ার প্রয়োজনও পড়ে না। কিন্তু তিনি তা করতেন। বিনয়ের সঙ্গেই করতেন।
সৌমিত্র একটা প্রতিষ্ঠান। যার পাশে থাকলেও অনেক কিছু শেখা যায়। আমার পরম সৌভাগ্য, সেই দুদিন সুযোগটা পেয়েছি। ভালো থাকবেন প্রিয় অভিনেতা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান