X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ক্যানসারের পর করোনায় আক্রান্ত আবদুল কাদের

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ২১:২৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:১০

আব্দুল কাদের ক্যানসার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠেছে।
কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি। আজ (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হয়েছে অভিনেতার পরিবার। তথ্যটি জানিয়েছেন আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।
তিনি বলেন, ‘আজ সকালে বাবার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে রেজাল্ট পজিটিভ এসেছে। বাবার সঙ্গে পুরো সময়টা থাকার কারণে করোনা পরীক্ষার জন্য আমরাও নমুনা দিয়েছি।’
গত ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দিতে পারেননি। গতকাল সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

সবার কাছে দোয়া প্রার্থনা করে জাহিদা ইসলাম বলেন, ‘ভেবেছিলাম, দেশে চিকিৎসা নেওয়ার পর বাবা কিছুটা স্টেবল হবেন। এমনকি আজকে তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও ভালো। কিন্তু এরমধ্যে করোনার এমন খবর পেলাম। তাই দুশ্চিন্তা বেড়ে গেছে।’

চেন্নাইয়ের ভেলর শহরের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল কাদেরকে। সেখানকার চিকিৎসকরাই মূলত নিশ্চিত করেন, তিনি ক্যানসারে আক্রান্ত। ২০ ডিসেম্বর সন্ধ্যায় আবদুল কাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...