X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভাইকিংস ছেড়ে তন্ময়ের নতুন দল ভাইকিং!

কিন্তু আমার তো এখনও গান প্রজনন করার ক্ষমতা আছে। আমাকে গান জন্ম দিতে হবে। সে কারণেই নতুন ব্যান্ড গঠন করতে হলো।

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৫:৪৭আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৬:৩৫

১৩ মে আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভাইকিংস ব্যান্ডের প্রাণ তন্ময় তানসেন। তবে তার কয়েক ঘণ্টা পর সেদিন মাঝরাতেই আবার ব্যান্ডটিতে ফিরেন তিনি।

এরপর কেটে গেছে ৭ মাস। দলের কার্যক্রমও তেমন একটা চোখে পড়েনি। তবে এবার নতুন ব্যান্ড নিয়ে সামনে এলেন তন্ময় তানসেন। গড়ে তুলেছেন ভাইকিং!

বছরের প্রথমদিন নতুন গান প্রকাশের মধ্য দিয়ে দলটি যাত্রা করলো।

‘স্বাচ্ছন্দ্য বা বিবাদ নয়, গত কয়েকমাসে ভাইকিংসের কার্যক্রম স্থবির। শুনলাম, দল থেকে আনুষ্ঠানিকভাবে কিবোর্ডিস্টও বের হয়ে গেছে। দলটির বিষয়ে আমি একেবারে কিছুই জানি না। কিন্তু আমার তো এখনও গান প্রজনন করার ক্ষমতা আছে। আমাকে গান জন্ম দিতে হবে। আর সে কারণেই নতুন ব্যান্ড গঠন’- কিছুটা অভিমান নিয়েই যেন বললেন তন্ময় তানসেন।

জানান, আপাতত গান নিয়েই থাকতে চান তিনি। বলেন, ‌‘‘ভাইকিং’-এর নামে ‘এস’ থাকলো কী না থাকলো- সেটা বিষয় নয়। গান তৈরি ও প্রকাশের জন্য মাধ্যম দরকার। এ কারণে আমরা সমমনারা মিলে ব্যান্ডটি সামনে আনলাম। আশাকরি, ভক্তরা গান নিয়ে খুশি থাকবেন।’’

এদিকে ব্যান্ডের স্বনামের ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হয়েছে নতুন গান ‘নীল হবো’। এটির কথা ও সুর করেছেন তন্ময় তানসেন।

তিনি জানান, সামনের মাসেও আসবে তাদের নতুন গান।

তবে কি ভাইকিংস ভেঙেই গেল? জবাবে তন্ময় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেটা তো আমি আসলে জানি না। ব্যান্ডটি আছে নাকি নাই। আমি এখানে থেকে গান করতে পারছিলাম না। তাই বেরিয়ে নতুন দল গঠন করেছি। গান করছি।’ 

উল্লেখ্য, ১৯৯৭ সালে গঠিত হয় ভাইকিংস। ১৯৯৯ সালেই ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হয়। তবে মতবিরোধ ও অভিমানের কারণে ২০০৩ সালে দলটি ইনঅ্যাকাটিভ হয়ে যায়। ১০ বছর পর ২০১৩ সালে তন্ময়ের ‘রানআউট’ ছবির মাধ্যমে গানে ফেরে ভাইকিংস।

নতুন ব্যান্ড ভাইকিং-এর লাইনআপ: তন্ময় তানসেন- ভোকাল, আজমাইন আদিল- গিটার, শিমুল আজহার- বেজ গিটার, ফারুক হোসাইন- গিটার, মাহবুব- কীবোর্ড ও সুশী- ড্রামস।

নীল হবো:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…