X
শনিবার, ০৮ অক্টোবর ২০২২
২২ আশ্বিন ১৪২৯

অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১০:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:৪৬

বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান অভিনেতা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। আজ (১৯ জানুয়ারি) সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ।

তার মৃত্যুর সংবাদটি মঞ্চসারথি আতাউর রহমানও ফেসবুকে জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন।’

বিটিভিতে প্রচারিত শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ নাটকে ‘বড় মালু’ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন মুজিবুর রহমান দিলু। অনেকে তাকে ‘বড় মালু’ নামেই চেনেন।

তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ ইত্যাদি।

দিলুর অভিনয় শুরু মঞ্চ দিয়ে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে তাকে নিয়মিত অভিনয়ে পাওয়া গেছে।

তার মঞ্চ নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগুলি’ ও ‘জনতার রঙ্গশালা’।

জানা যায়, শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার মরদেহ নেওয়া হবে।

প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ. ম. হারুন জানান, মুজিবুর রহমান দিলুর জানাজা হবে আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর বেলা ৩-৪ পর্যন্ত
শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ রাখা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বিকাল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে দাফন করা হবে বনানী কবরস্থানে।

দিলু ২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। তিনি শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর...
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর...
সুসং দুর্গাপুরে মিথিলার দিনগুলো...
যে দেশ শিশুর মতো প্রকৃতির কোলে হেসে-খেলে ঘুমিয়ে পড়ে
টোকিও চলচ্চিত্র উৎসবে ফিরছে চেনা জৌলুস
টোকিও চলচ্চিত্র উৎসবে ফিরছে চেনা জৌলুস
সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা
সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা
নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী
নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী