X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আমিরের পর মাধবনও করোনাক্রান্ত

বিনোদন ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১৩:৪৬আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:৫৫

বলিউডের আলোচিত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর দুই ইডিয়টস ছিলেন আমির খান আর মাধবন।

এই দুই তারকাই হলেন করোনায় আক্রান্ত। প্রথমে আমির আর এবার মাধবনও ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

নিজের এমন সংবাদটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সময় ‘থ্রি-ইডিয়টস’ ছবির উল্লেখ করে রসিকতাও করলেন মাধবন।

টুইটারে লিখেছেন, ‘র‍্যাঞ্চোকে (আমির) তো ফারহান (মাধবন) ফলো করবেই! ভাইরাসও সঙ্গে রয়েছে অবশ্যই। কিন্তু এবার ভাইরাস ধরেই ফেলেছে আমাদের। কিন্তু অল ইজ ওয়েল। আমরা খুব জলদিই সুস্থ হয়ে উঠবো। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাই এখন আমাদের সবথেকে দরকার বেশি। আমি সুস্থ হচ্ছি।’

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’-এ র‍্যাঞ্চো, ফারহান, রাজু- এই ত্রয়ী আজও দর্শকের মনে তাজা।

সেখানে তিন ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছিলেন আমির, মাধবন ও শারমান যোশি।

এদিকে, মজা করেই করোনার সঙ্গে তুলনা করেছেন ছবিতে তাদের নাজেহাল করে তোলা অধ্যাপক ‘ভাইরাস’কে। বোমান ইরানি অভিনয় করেছিলেন ‘ভাইরাস’-এর ভূমিকায়। অনেকে বলেছেন, ‘ভাইরাস বোমান তাহলে ধরেই ফেললো তাদের!’

অন্যদিকে, গতকালই (২৪ মার্চ) আমির খানের মুখপাত্র জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ঘরবন্দি অবস্থাতেও ভালো আছেন এই সুপারস্টার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান