X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশ-বিদেশের শিল্পী সমন্বয়ে শতকণ্ঠে একটি গান

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৫:৫১আপডেট : ০৭ মে ২০২১, ২০:২৯

রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায় পরিচালিত মিউজিক স্কুল ‘সুরবিহার’-এর প্রযোজনায় এবারের রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রকাশ করতে যাচ্ছে শতকণ্ঠে ‘ঐ মহামানব আসে’।

গানটির সংগীতায়োজন করেছেন তানভীর তারেক।

এতে সুরবিহারের শতাধিক সংগীত ও নৃত্যের শিক্ষার্থী অংশ নিয়েছেন। রবীন্দ্রজয়ন্তীর এই বিশেষ পরিবেশনায় আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারতসহ একাধিক দেশের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ঢাকার অদূরে গোলাপ গ্রামে তানভীর তারেকের নিজস্ব স্টুডিও ‘কোলাহল’-এ এই বিশেষ গানটি ধারণ করা হয়।

মূলত শিল্পীরা যার যার অবস্থান থেকে মিউজিক ট্র্যাকের সঙ্গে গানটি প্রথমে রেকর্ড করে পরে লিপসিং করে অডিও-ভিডিও পাঠিয়ে দেন। ভার্চুয়ালি পরবর্তীতে তা স্টুডিওতে সমন্বয় করা হয়।

পুরো আয়োজনটি প্রসঙ্গে সুরবিহারের পরিচালক অণিমা রায় বলেন, ‘এটা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমরা নিয়মিত এটি করে থাকি। তবে এবারে নানান দেশের শিক্ষার্থীদের নিয়ে একটু বড় পরিসরে কাজটি করতে চেয়েছি। আমি কৃতজ্ঞ সাদী মহম্মদ, শাহীন সামাদ, ফাতেমা তুজ জোহরা, সাজেদ আকবর, সালমা আকবর, সামিনা হোসেন প্রেমাদের মতো দেশের গুণী শিল্পীদের প্রতি, যারা আমাদের এই আয়োজনে সম্পৃক্ত থেকেছেন।’

শতকণ্ঠে ‘ঐ মহামানব আসে’ গানটি দেশের একাধিক টিভি চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী (৯ মে) উপলক্ষে ফিলার হিসেবে প্রচার হবে বলে জানা যায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…