X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

৯ জুলাই ফারুকীর চমক ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৪:০৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:৪৪

ঘোষণা জানুয়ারিতে হয়েছে, প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুনে এসে জানালেন, সেটির নাম-পরিচয় ও মুক্তির খবর।

জিফাইভ গ্লোবালের প্রযোজনায় এটির নাম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, যা মুক্তি পাচ্ছে ৯ জুলাই। সিরিজের মুখ্য চরিত্রে আছেন আফজাল হোসেন ও ​তাসনিয়া ফারিন।

সোমবার (১৪ জুন) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এতে যুক্ত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ, সিরিজের অভিনেতা-অভিনেত্রী তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।

এ সময় তারা জিফাইভ অরিজিনালে তাদের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রকাশ করেন সিরিজের একটি ট্রেলার।

ফারুকীর পরিচালনা এবং অ্যালেক্সি কসোরুকভের সিনেমাটোগ্রাফিতে বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সব কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে এই সিরিজ। ৮ পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে, যা নিশ্চিতভাবে অনুরণিত হবে ১৯০টি দেশের দর্শকের হৃদয়ে। এমনটাই মনে করেন ‘ডুব’-খ্যাত ফারুকী। সংবাদ সম্মেলনে বক্তারা

এ নির্মাতা বলেন, ‘কাজটির মাধ্যমে ওয়েব সিরিজে আমার যাত্রা হলো। তাও জিফাইভ গ্লোবালের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে। এই অংশীদারিত্বের সুযোগে আমি আনন্দিত। ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। এর চিত্রগ্রাহক আন্তর্জাতিকভাবে সমাদৃত। তার মেধাদীপ্ত কাজ আরও উপভোগ্য করে তুলবে দর্শকদের কাছে। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।’

জিফাইভ অ্যাপ ও ওয়েবসাইটে সিরিজটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন একেবারে ফ্রি।

জিফাইভ গ্লোবাল-এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশে অনেক প্রতিভাবান পরিচালক ও শিল্পী রয়েছেন। এখানে রয়েছে মৌলিক ও নিজস্ব সংস্কৃতির ধারা। ফারুকীর সাথে মিলে বাংলাদেশের একান্ত নিজের গল্পের ওয়েব সিরিজ দর্শকদের সামনে হাজির করতে পেরে আমরা আনন্দিত।’

‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’র ট্রেলার:

জিফাইভ গ্লোবাল অ্যাপে মুক্তি পাওয়া ‘মাইনকার চিপায়’, ‘ডব্লিউটিফ্রাই’, ‘কন্ট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘ঠান্ডা’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এর সবগুলোই ভারতীয় অর্থায়নে বাংলাদেশের নির্মাতা ও শিল্পীদের কাজ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান