X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোভিডকালীন রেকর্ড গড়লো ‘এফ-৯’

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২১, ১৯:০৪আপডেট : ২৮ জুন ২০২১, ২০:৪৬

দেড় বছর ধরে মন্দা চলছে সিনেমাতেও। বাদবাকি আরও অনেকের মতো প্রেক্ষাগৃহে যাচ্ছিল না নর্থ আমেরিকার লোকজনও।

আর তাই দরকার ছিল ধুন্ধুমার অ্যাকশন, চার চাকার গতিদানব আর মধ্যাকর্ষণকে অস্বীকার করা সব সিকোয়েন্স। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তি এফ-৯ এসেই গিয়ার বদলালো হলিউডের। বক্স অফিসে প্রথম দিনেই তুলেছে ৭ কোটি ডলার। কোভিডের ভিলেনগিরি শুরুর দেড় বছরে হলিউডের কোনও সিনেমার এটাই সর্বোচ্চ কামাই।

অন্যদিকে মহামারিকে খানিকটা সরে দাঁড়াতে বললো প্যারামাউন্টের সিনেমা ‘আ কোয়ায়েট প্লেস-২’। এ সিনেমার বক্স অফিস আয় ৪ কোটি ৮৩ লাখ ডলার।

এফ-৯ নিয়ে আশায় বুক বেঁধে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া এ সিরিজের ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’-এর বক্স অফিস আয় ছিল ৯ কোটি ৮০ লাখ ডলার। করোনা পরিস্থিতি বিবেচনায় ‘এফ-৯’ যে ভালোই আয় করতে যাচ্ছে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলে ভুল হবে না। কারণ, এরইমধ্যে আন্তর্জাতিক দর্শকদের কাছে বিক্রি হয়েছে ৩০ কোটি ডলার ও আরও ৪৫টি দেশে বিক্রি হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলারের টিকিট। ডমের (ভিন ডিজেল) অতীত ও বর্তমান মিলিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প। ভিলেন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় রেসলার জন সিনাকে।

অন্যদিকে ‘আ কোয়ায়েট প্লেস-২’-তে দেখা যাবে অ্যালিয়েনের হামলায় বিধ্বস্ত শহরে অ্যাবট পরিবার বের হয় লোকালয়ের সন্ধানে। তবে এবার শক্তিশালী শত্রুর মোকাবিলায় তাদের হাতেও আছে একখানা যুতসই অস্ত্র।

সূত্র: ভ্যারাইটি

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…