X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকার সিনেমায় বলিউডের অনুরাগ কাশ্যপ

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১২:৩৬আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:১৪

ঢাকা বা ঢালিউডের নির্মাতা জুটি আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ এর আগে তৈরি করেছিলেন ‘মাটির প্রজার দেশে’। যা বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রশংসিত। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান গুপী-বাঘা প্রোডাকশনের ‘একা’ এবার কান উৎসবের ‘লা ফেব্রিক সিনেমা’য় নির্বাচিত হয়েছে। 

বাংলাদেশ-ভারত-ফ্রান্সের যৌথ প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রের সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক-অভিনেতা অনুরাগ কাশ্যপ।

ফ্রান্স সরকারের ফ্রেঞ্চ ইনস্টিটিউট প্রতি বছর কান উৎসব চলাকালে লে সিনেমাস দ্যু মন্দ প্যাভিলিয়নে আয়োজন করে লা ফেব্রিক সিনেমা (দ্য সিনেমা ফ্যাক্টরি)। যাতে বিভিন্ন দেশের তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এবার অনুরাগ কাশ্যপ এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ায় সিনেমাটির কাজে আরও গতি আসবে বলে মনে করছেন গুপী-বাঘা প্রোডাকশনসের বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমান।

তাদের ভাষ্য, ‘আমরা যারা ইনডিপেনডেন্ট ফিল্ম তৈরি করি, তারা আসলে খুব একটা সাপোর্ট পাই না। ফলে নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। নতুন এ ছবিতে অনুরাগের যুক্ত হওয়ায় আমরা মানসিকভাবেও সেই সাপোর্ট পাচ্ছি। আগামী ১-২ বছর বেশ দ্রুতগতিতেই কাজ এগুবে।’

‘একা’ সিনেমাটি বিপ্লব নামের এক ৫৬ বছর বয়সী বিমা কর্মকর্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একঘেয়ে মধ্যবিত্ত জীবন আর তার ভালো লাগে না। প্রতিদিন ভিড়ে গাদাগাদি করে পাবলিক বাসে চেপে অফিস যাওয়ার পথে শহরের মূল চত্বরে নির্মিতব্য এক বিশাল ভাস্কর্যের পায়ের আঙুল নজরে পড়ে তার। জীবনের নানা চাপ বিপ্লবকে ধীরে ধীরে হতাশাগ্রস্ত করে তোলে। ক্ষোভ থেকে একসময় তিনিই ডাক দেন এক গণবিদ্রোহের।

‘একা’ পরিচালনা করবেন সুমন সেন। তার সঙ্গে মিলে এর চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। বাংলা ও হিন্দি ভাষায় তৈরি হবে এটি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!