X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

যতবার প্রেম করেছি কাজে ব্যাঘাত ঘটেছে: ইমরান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১৪:৫১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭:০০

ইমরান মাহমুদুল। গায়কসহ নায়কের ভূমিকাতেও দেখা যায় তাকে। তবে দুটোই মিউজিক ভিডিওতে। হালের সবচেয়ে জনপ্রিয় এ গায়ক তার দাপট ধরে রেখেছেন সামাজিক সব যোগাযোগমাধ্যমেও। এবার সেই অন্তর্জালেই সরাসরি এলেন তিনি। কথা বললেন গানের বাইরেও নানা প্রসঙ্গে। 

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা ট্রিবিউনের অন্তর্জাল সেলিব্রেটি শো ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এ অতিথি হয়েছেন তিনি। 

সেখানেই প্রেম ও বিয়ে নিয়ে মজার সব উত্তর দেন তিনি। জানান, এক অর্থে প্রতিটি মুহূর্তেই প্রেম করছেন। বলেন, ‘যখন রোমান্টিক গান করছি প্রেম আমাকে করতেই হয়। সেটা কবিতা ও গানের সঙ্গে। কাজের জন্য বাস্তবে প্রেম থাকতেই হবে এমনটা নয়। কৈশোরে প্রেম করেছি। তখন আলাদা মজা ছিল। হয়তো দুই-তিন দিন পর দেখা হতো একে অপরের সঙ্গে। আর এখনকার প্রেমে তো প্রতিনিয়ত ভিডিও কলে দেখার সুযোগ থাকে। আসলে ছোটবেলার প্রতিটি মুহূর্তই অন্যরকম।’

ব্যক্তিজীবনে প্রেম নিয়ে দুঃখবোধও আছে তার। তিনি বলেন, ‘প্রেম থাকলে কাজ হয় না। জীবনে যতবার প্রেম এসেছে, ততবারই কাজে ব্যাঘাত ঘটেছে। তাই আপাতত কাজই করছি, প্রেম নয়।’

সঞ্চালক মাহমুদ মানজুর প্রশ্ন করেন, প্রেমের পরই বিয়ে। শীত তো চলে এলো। বিয়ে-বাচ্চা এগুলো নিয়ে ভাবছেন কিছু?

একগাল হেসে ইমরান বললেন, ‘বিয়ের বিষয়ে আমি সিরিয়াস। শীতের পর গ্রীষ্মকালেই কিন্তু করোনা চলে আসছে। আমরা এখনও স্বাভাবিক হতে পারিনি। সিচুয়েশন কন্ট্রোল হলে, অবশ্যই ভাববো।’ 

ইমরানের এমন সব মজার উত্তর ছিল আয়োজনজুড়ে। মামানামা’র এ আয়োজনটি পুরোটা দেখতে পারবেন ইউটিউবেও। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জনি হক। এটি সরাসরি সম্প্রচার হয়েছে বাংলা ট্রিবিউন-এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি