X
শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ১৪ মাঘ ১৪২৮
সেকশনস

শুটিংয়ে আহত নিরব, ঘরবন্দি বুবলী!

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪:০৫

গুরুতর আহত হয়েছেন ‘কয়লা’ ছবির নায়ক নিরব। সিলেটের জাফলং এলাকায় স্থানীয় একটি বিলে নৌকাযোগে শুটিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে নিরবের বাম পায়ের তালু কেটে যায়।

ঘটনাটি গতকাল (১৬ নভেম্বর) রাত ১টার দিকের বলে জানান নিরব।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার প্রায় সারা দিনই শুটিং করেছি। মধ্যরাতে নৌকায় করে বিলের মধ্যে কিছু দৃশ্যের কাজ করছিলাম। ওই বিলে প্রচুর শাপলা ফুল, সাপ আর জোঁক ছিল! ফুল দেখে যতটা মুগ্ধ হয়েছি, সাপ আর জোঁক দেখে ততটাই ভয় পেয়েছি! শেষ পর্যন্ত ভয়েরই জয় হলো। আমি মারাত্মক আহত হলাম।’

জানা গেছে, পানি থেকে নৌকায় ওঠার পর নিরব লক্ষ করেন তার পায়ের গোড়ালিতে একটি জোঁক লেগে আছে। সেটি ফেলতে গিয়ে নৌকায় থাকা বাঁশের কঞ্চি ঢুকে যায় তার পায়ের তালুতে। যার ফলে প্রায় এক ইঞ্চি গভীর ক্ষত হয়। সেখান থেকে রাত ২টার দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিরবকে। তিনটার দিকে ফেরেন হোটেলে।

নিরব বলেন, ‘যে গতি নিয়ে আমরা টানা কাজটা করছিলাম, তাতে একটা বাধা তৈরি হলো। বিছানায় পড়ে আছি। চিকিৎসক বললেন, মিনিমাম তিন দিন পায়ে ভর না দিতে। অথচ আজ (১৭ নভেম্বর) আমাদের গানের শুটিং করার কথা ছিল। আমার কারণে বুবলীও ঘরবন্দি হয়ে আছেন! বিষয়টি দুঃখজনক। পায়ের চেয়ে বেশি কষ্ট লাগছে ইউনিটের জন্য। এটাও সত্যি, জোঁকটা ছিল সাপের মতো বড়। কত জলে-জঙ্গলে ঘুরেছি, এমন সাইজের জোঁক আমি আর দেখিনি।’

গত ৭ নভেম্বর থেকে সিলেট অঞ্চলে চলছে ‘কয়লা’ ছবির শুটিং। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ছবিটি নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নিরব-বুবলী ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দেখা গেল আদর-বুবলীর ঝলক (ভিডিও)
দেখা গেল আদর-বুবলীর ঝলক (ভিডিও)
অন্যরকম সিয়াম-বুবলী (ভিডিও)
অন্যরকম সিয়াম-বুবলী (ভিডিও)
নিরব-তমার জন্য ট্রেনের পুরো বগি (ভিডিও)
নিরব-তমার জন্য ট্রেনের পুরো বগি (ভিডিও)
প্রকাশ্যে ‘তালাশ’র ফার্স্টলুক
প্রকাশ্যে ‘তালাশ’র ফার্স্টলুক
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
দেখা গেল আদর-বুবলীর ঝলক (ভিডিও)
দেখা গেল আদর-বুবলীর ঝলক (ভিডিও)
অন্যরকম সিয়াম-বুবলী (ভিডিও)
অন্যরকম সিয়াম-বুবলী (ভিডিও)
নিরব-তমার জন্য ট্রেনের পুরো বগি (ভিডিও)
নিরব-তমার জন্য ট্রেনের পুরো বগি (ভিডিও)
প্রকাশ্যে ‘তালাশ’র ফার্স্টলুক
প্রকাশ্যে ‘তালাশ’র ফার্স্টলুক
‘কণ্ঠশিল্পী’ আদর ও বুবলীর জন্য সাদাত হোসাইনের গীতিকবিতা
‘কণ্ঠশিল্পী’ আদর ও বুবলীর জন্য সাদাত হোসাইনের গীতিকবিতা
© 2022 Bangla Tribune