X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
সেকশনস

নায়িকার অনুরোধ ফেলতে পারলেন না প্রতিমন্ত্রী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:১৯

চলছে ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের মহরত। প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠে বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এমন সময় সিনেমার নায়িকার বিশেষ অনুরোধ, সিনেমাও বানাতে হবে মন্ত্রীকে! 

নায়িকা শিরিন শিলা একেবারে নাছোড়। ছবি বানাতে হবেই, এর সঙ্গে প্রোডাকশন হাউজও তৈরি করতে হবে। বিষয়টি এড়িয়ে যেতে চান মন্ত্রী। তবে মঞ্চে দাঁড়িয়েই বারবার বাগড়া দিচ্ছিলেন নায়িকা।

এক প্রকার বাধ্য হয়েই মন্ত্রী বললেন, ‘হ্যাঁ, প্রোডাকশন হাউজ বানাবো। আমার বাসার এক কোনায় হবে সেটার অফিস। প্রোডাকশন হাউজের নাম হবে জে বি, মানে জাহানারা বিজলি। আমার বউয়ের নামে হবে এই প্রতিষ্ঠান। কোনও নায়িকার নামে আমি হাউজ বানিয়ে ভুল করবো না!’

মুহূর্তেই হাসির রোল পড়ে যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে।

শিরিন শিলা ঠিক মজার ছলেই এভাবে নায়িকার আবদারের উত্তর দিলেন সম্প্রতি গান গেয়ে ভাইরাল হওয়া এই প্রতিমন্ত্রী। 

ঘটনাটি আজ (৩০ নভেম্বর) সন্ধ্যায় ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের মহরতের। এই ছবিতে শিরিন শিলা ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নায়িকা ববি ও টেলিভিশনের এক অভিনেতা।

অনুষ্ঠানে রাশিদ পলাশ বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালেই দুবাইয়ে একটা অনুষ্ঠানে যোগ দিতে গেছেন ববি। যার ফলে আমরা শুধু ফার্স্টলুক উন্মোচন করলাম। যেখানে শুধু আছে ববির ছবি। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন টেলিভিশনের একজন পরিচিত মুখ। আপাতত আমরা নামটা বলতে চাচ্ছি না। শিগগিরই বিষয়টা নিয়ে আমরা সবাইকে জানাবো!’ মহরতের কেক কাটা

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি পরীমণি
শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি পরীমণি
মামা ফারুক আহমেদ ও ভাগ্নে জোভানের প্রতারণা!
মামা ফারুক আহমেদ ও ভাগ্নে জোভানের প্রতারণা!
সৃজিত-তাপসীর খুনসুটি: ডাব নে বানা দে জোড়ি!
সৃজিত-তাপসীর খুনসুটি: ডাব নে বানা দে জোড়ি!
ভেবেছিলাম আর কখনও ক্যামেরার সামনে আসবো না: পপি
ভেবেছিলাম আর কখনও ক্যামেরার সামনে আসবো না: পপি
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি পরীমণি
শুটিং স্পট থেকে হাসপাতালে ভর্তি পরীমণি
মামা ফারুক আহমেদ ও ভাগ্নে জোভানের প্রতারণা!
মামা ফারুক আহমেদ ও ভাগ্নে জোভানের প্রতারণা!
সৃজিত-তাপসীর খুনসুটি: ডাব নে বানা দে জোড়ি!
সৃজিত-তাপসীর খুনসুটি: ডাব নে বানা দে জোড়ি!
ভেবেছিলাম আর কখনও ক্যামেরার সামনে আসবো না: পপি
ভেবেছিলাম আর কখনও ক্যামেরার সামনে আসবো না: পপি
কাঞ্চন-নিপুণ প্যানেলের ইশতেহারে যা আছে
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২কাঞ্চন-নিপুণ প্যানেলের ইশতেহারে যা আছে
© 2022 Bangla Tribune