X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নায়িকার অনুরোধ ফেলতে পারলেন না প্রতিমন্ত্রী

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৯:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:১৯

চলছে ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের মহরত। প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠে বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এমন সময় সিনেমার নায়িকার বিশেষ অনুরোধ, সিনেমাও বানাতে হবে মন্ত্রীকে! 

নায়িকা শিরিন শিলা একেবারে নাছোড়। ছবি বানাতে হবেই, এর সঙ্গে প্রোডাকশন হাউজও তৈরি করতে হবে। বিষয়টি এড়িয়ে যেতে চান মন্ত্রী। তবে মঞ্চে দাঁড়িয়েই বারবার বাগড়া দিচ্ছিলেন নায়িকা।

এক প্রকার বাধ্য হয়েই মন্ত্রী বললেন, ‘হ্যাঁ, প্রোডাকশন হাউজ বানাবো। আমার বাসার এক কোনায় হবে সেটার অফিস। প্রোডাকশন হাউজের নাম হবে জে বি, মানে জাহানারা বিজলি। আমার বউয়ের নামে হবে এই প্রতিষ্ঠান। কোনও নায়িকার নামে আমি হাউজ বানিয়ে ভুল করবো না!’

মুহূর্তেই হাসির রোল পড়ে যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে।

শিরিন শিলা ঠিক মজার ছলেই এভাবে নায়িকার আবদারের উত্তর দিলেন সম্প্রতি গান গেয়ে ভাইরাল হওয়া এই প্রতিমন্ত্রী। 

ঘটনাটি আজ (৩০ নভেম্বর) সন্ধ্যায় ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের মহরতের। এই ছবিতে শিরিন শিলা ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নায়িকা ববি ও টেলিভিশনের এক অভিনেতা।

অনুষ্ঠানে রাশিদ পলাশ বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালেই দুবাইয়ে একটা অনুষ্ঠানে যোগ দিতে গেছেন ববি। যার ফলে আমরা শুধু ফার্স্টলুক উন্মোচন করলাম। যেখানে শুধু আছে ববির ছবি। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন টেলিভিশনের একজন পরিচিত মুখ। আপাতত আমরা নামটা বলতে চাচ্ছি না। শিগগিরই বিষয়টা নিয়ে আমরা সবাইকে জানাবো!’ মহরতের কেক কাটা

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান