X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিপজলের নজর এবার ওটিটির দিকে

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৩:৫১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

এবার ওয়েব কনটেন্ট বা ওটিটি প্ল্যাটফর্মে দিকে নজর দিয়েছেন ঢালিউডের অন্যতম অভিনেতা-প্রযোজক ডিপজল। পাশাপাশি প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই শিল্পী। 

নতুন বছরের প্রথমদিনই এর কাজ শুরু হবে। সিরিজটির নাম রেখেছেন ‘জিম্মি’। ৭ পর্বের সিরিজটির শুটিং শুরু হবে সাভারে তারই শুটিং হাউসে। এটি প্রযোজনাও করছেন তিনি। পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। 

ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। এতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। এটি ওয়েব সিরিজ হলেও, দর্শকরা সিনেমার পুরো স্বাদ পাবেন।’

তিনি জানান, এটা তার জন্য একটা ‘টেস্ট কেস’। দর্শকরা গ্রহণ করলে ধারাবাহিকভাবে আরও কনটেন্ট নির্মাণ করতে চান ওয়েবের জন্য। এদিকে ডিপজল ইতোমধ্যেই আটটি ছবি তৈরি করেছেন। তিনি জানান, এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। 

ওয়েব সিরিজ সম্পর্কে মনতাজুর রহমান আকবর বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, সারাবিশ্বের সিনেমা মুক্তি দেওয়া হয়। আমরাও এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজটি নির্মাণ করছি, সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।’

জানা যায়, ‘জিম্মি’ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।  ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন, শহিদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে। শুটিং-সম্পাদনা শেষে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!