X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
নতুন বছরের নকশা

কলকাতার ছাদবাগান থেকে মিথিলার নতুন সকালের গল্প

সুধাময় সরকার
০১ জানুয়ারি ২০২২, ০০:০৮আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৪:২২

বছরের শেষটা খুব বাজে অভিজ্ঞতার মধ্যদিয়ে পার করলেন দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী-উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। তাও জন্মশহর, ঢাকায়। 

তাই ইভ্যালিকাণ্ডে আপাতত আইনি সুরাহা করে সোজা উঠলেন কলকাতার সাজানো সংসারে। বছরের শেষ বিকালে (৩১ ডিসেম্বর) কলকাতার ছাদবাগানে বসে জানালেন নতুন সকালের গল্প।

শুরুতেই বললেন, ‘আসছে বছরে আমার বাগানে আরও ফলন হবে!’ 

মিথিলার ওয়াল থেকে নেটিজেনরা এরমধ্যে দেখেছেন, কলকাতায় তার অসাধারণ এক সাজানো ছাদবাগানের চোখ-ভোলানো চিত্র। মিথিলা জানান, কলকাতা ছেড়ে তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন- বাগানের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন। তার অবর্তমানে পরিচর্যার দায়িত্ব দিয়ে যান নিশ্চিন্ত কাউকে। না, এই বিষয়ে খুব একটা সরাসরি সহযোগিতা মেলে না ঢাকার জামাই সৃজিতের পক্ষ থেকে। মিথিলার ভাষায়, ‘তিনি তো টলিউড টু মুম্বাই লাইট-ক্যামেরা নিয়েই মহাব্যস্ত থাকেন, বাগানটা আমাকেই সামলাতে হয়!’

রাফিয়াত রশিদ মিথিলা বাগান থেকে নেমে এবার জানালেন নতুন বছরে অভিনয় পরিকল্পনার কথা। জানেন নিশ্চয়, গত বছর টলিউডে পা ফেলেই পর পর তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে দুই বাংলার চোখ ছানাবড়া করে দিলেন মিথিলা। গেল নভেম্বরে সেই ধারাবাহিকতার শেষটা করলেন আরও জাঁকালো- প্রসেনজিতের বিপরীতে ‘আয় খুকু আয়’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে।

তো নতুন বছর নিয়ে কী ভাবছেন মিথিলা; ঢাকা থেকে ক্রমশ গুটিয়ে নেবেন না তো নিজেকে! নাকোচ করে দিলেন সঙ্গে সঙ্গে। বললেন, ‘দুই বাংলায় সমানতালে কাজ করতে চাই। বরাবরের মতো নারী প্রধান চরিত্রের অপেক্ষায় থাকবো। দুই বাংলার নাটক, ওয়েব আর সিনেমায় নিয়মিত থাকতে চাই। তবে সংখ্যায় কম মানে ভালো কিছুই অব্যাহত রাখবো এবারও।’

কলকাতায় মিথিলার ছাদবাগান যোগ করেন, ‘নতুন বছরে আমার জন্য একটু বেশিই বিশেষ। কারণ, এই বছর দুই বাংলাতেই আমার অভিষেক হবে বড় পর্দায়। ফলে সিনেমা ক্যারিয়ারের গতিবিধি বোঝার জন্য এটাও একটা ফ্যাক্টর।’

বলে রাখা ভালো ২০২১ সালে করোনা মহামারি উপেক্ষা করেও মিথিলা একেরপর এক যুক্ত হয়েছেন অনন্য মামুনের ‘অমানুষ’, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’, রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ এবং শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ সিনেমায়। এরমধ্যে চারটি ছবির শুটিং শেষ। ধারণা করা হচ্ছে, সবগুলো ছবিই মুক্তি পাচ্ছে ২০২২ সালে।

সিনেমা, টিভি ও ওয়েবে যতোই ব্যস্ত হোক মিথিলা, বরাবরই তার মূল ফোকাস থাকে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি। যার খবর মিথিলাপক্ষ কিংবা বিপক্ষের অনেকেই জানেন না। তিনি বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেন, সর্বোচ্চ সিজিপিএ পেয়ে অর্জন করেন গোল্ড মেডেল। বর্তমানে জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

সিয়েরালিয়নের শিশুদের সঙ্গে মিথিলা ফলে নতুন বছরেও তার পড়াশুনা অব্যাহত রাখা আর বিশ্বশিশুর উন্নয়নে মাথা ঘামানোর কাজে কোনও কমতি থাকবে না। যেমন কিছুদিন আগেই তিনি ঘুরে এলেন সিয়েরালিয়ন থেকে। তবে নতুন বছরে তার এই কর্মকাণ্ড বাড়বে কয়েকগুণ।

মিথিলা বলেন, ‘উগান্ডা, তানজানিয়া, লাইবেরিয়া, সিয়েরালিয়ন দেশগুলোর শিশুদের সার্বিক উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে এবার। যদি মহামারির অবস্থা না খারাপ হয়। সঙ্গে চলমান পিএইচডি’র ফিল্ড ওয়ার্কটাও শুরু করবো।’

এর আগে মা-মেয়ের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন এই অভিনেত্রী। বইটির নাম ‘আইরা আর মায়ের অভিযান’। বলেন, ‘আমাদের মা ও মেয়ের অভিযানের নতুন বই লিখছি। সেটাও প্রকাশ পাচ্ছে নতুন বছরে।’

স্বামী সৃজিত, কন্যা আইরার সঙ্গে মিথিলা কিন্তু কলকাতা থেকে ভেসে ভেসে আসছে নির্মাতা সৃজিত মুখার্জি নাকি এই অভিনেত্রীর কাছে মধুর এক বায়না ধরেছেন; নতুন অতিথির জন্য! সেটাও কি আলোর মুখ দেখবে ২০২২-এ?

চটজলদি জবাব, ‘একদমই না। এমন কিছুই হয়নি! সব বানানো গল্প।’

তবে প্রশ্নের বাইরে নিজে থেকেই যুক্ত করলেন নতুন বছরের আরেকটি রেসিপির কথা- ‘আসলে নতুন বছরে আমি চাই সকল অন্যায় ও বাধার বিপরীতে যেন নিজেকে দৃঢ় রাখতে পারি। প্রত্যাশা করি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার। সবার প্রতিও আমার একই প্রার্থনা। হ্যাপি নিউ ইয়ার।’

রাফিয়াত রশিদ মিথিলা জানান, কলকাতা থেকে ঢাকায় আসছেন নতুন বছরের শুরুতেই। লকডাউন না পড়লে থাকবেন আসা-যাওয়ার মধ্যেই। রাফিয়াত রশিদ মিথিলা

আরও:

প্রসেনজিতের সঙ্গে মিথিলা, প্রযোজনায় জিৎ

নতুন সিনেমার জন্য ঢাকায় মিথিলা, নায়ক নাঈম

শাটডাউনের আগেই সৃজিতের কাছে ফিরলেন মিথিলা

এভাবেই আসছেন টলিউডের মিথিলা!

রিঙ্গোর সিনেমায় মিথিলা এবং...

টলিউডে মিথিলার ‘নীতিশাস্ত্র’, অভিনয়ে কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী

মিথিলার বিরুদ্ধে এন্তার অভিযোগ, মুখ খুলছে ‘অমানুষ’ টিম

 

/এমএম/
সম্পর্কিত
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’, আরও সময় লাগবে ‘দরদ’-এ!
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’, আরও সময় লাগবে ‘দরদ’-এ!
এক সিনেমায় ২০ গান, এলো প্রথমটি (ভিডিও)
এক সিনেমায় ২০ গান, এলো প্রথমটি (ভিডিও)
৪০০ বছর পেছনে গেলেন মিথিলা!
৪০০ বছর পেছনে গেলেন মিথিলা!
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!