X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পানু কমান্ডারের শেষ ইচ্ছা ৫৭০ সাবান!

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

পানু কমান্ডার ৭০ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধা। তার ছেলে পারভেজ স্বাধীনতাবিরোধী এক প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা! 

এদিকে পত্রিকায় বিজ্ঞাপন দেখে মনিকা তার প্রিয় ব্যক্তিত্ব পানু কমান্ডার দাদাভাইকে নিয়ে রচনা লিখে প্রতিযোগিতায় অংশ নিতে চায়। কিন্তু তার বাবা এ বিষয়ে লিখতে নিষেধ করে। এরইমধ্যে পানু কমান্ডার গ্রাম থেকে ঢাকায় ছেলের বাসায় আসেন তার শেষ ইচ্ছা জানাতে। তখন নাতনি তার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা জানতে চায়। পানু কমান্ডার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। নাতনি মনিকা ও বৌমা শায়লা তা মনোযোগ দিয়ে শোনেন। 

এরপর পানু কমান্ডার তার ছেলে পারভেজকে নিজের শেষ ইচ্ছার কথা বলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুর পর যেমন ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়েছিল, তেমনি পানু কমান্ডারের মৃত্যুর পরও যেন ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়—এটাই ছিল পানু কমান্ডারের শেষ ইচ্ছা। 

পানু কমান্ডারের শেষ ইচ্ছা ৫৭০ সাবান! এমনই মর্মস্পর্শী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পানু কমান্ডার’। মাসুম রেজার রচনায় এটি প্রযোজনা করেছেন আব্দুল্যাহ আল মামুন। নাটকটিতে পানু কমান্ডারের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। এছাড়াও আছেন শহিদুল আলম সাচ্চু, সুষমা সরকার, শিশির আহমেদ, সায়েম সামাদ, নওবাতাহিয়া, জেসমিন সাথী, মোহাম্মদ রফিক, গাজী রোকন প্রমুখ।

এটি প্রচার হবে ৮ জানুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফেরদৌস বাপ্পীর ‘ঈদ আড্ডা’য় মিশা, অপু, নিরব ও দীঘি
ফেরদৌস বাপ্পীর ‘ঈদ আড্ডা’য় মিশা, অপু, নিরব ও দীঘি
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় রুনা লায়লা
যেভাবে সাজানো হলো ঈদ ‘ইত্যাদি’
যেভাবে সাজানো হলো ঈদ ‘ইত্যাদি’
যাদের নিয়ে এবারের ঈদ ব্যান্ড শো
যাদের নিয়ে এবারের ঈদ ব্যান্ড শো
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না