X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তাসনুভার অন্তর্জাল সিনেমা ‘হরিজন পল্লী’

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৭:১৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:১১

২০২০ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ, ‘আগস্ট ১৪’। লোমহর্ষক এক বাস্তব ঘটনা উঠে আসে পর্দায়। শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের কিছু দৃশ্য আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই সঙ্গে ঐশী চরিত্রটির জন্য বারবার উঠে আসে তাসনুভা তিশার নাম। 

তুমুল আলোচিত হওয়া সেই সিরিজের পর এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব ফিল্ম বা অন্তর্জাল সিনেমায়।

এর নাম ‌‘হরিজন পল্লী’। আজ (১৬ জানুয়ারি) রাজবাড়ী জেলায় হরিজনদের নিজস্ব এলাকায় শুরু হয়েছে এর কাজ। এতে তিশার বিপরীতে দেখা যাবে নবাগত আরোশ খানকে। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। 

প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘হরিজনরা আমাদের সমাজেরই অংশ। তাদের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে সুন্দর ও বাস্তবিকভাবে আমাদের দর্শকদের সামনে মেলে ধরতেই এই ওয়েব ফিল্মটি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরও আন্তরিক হবে। তাদের ক্রাইসিসগুলো নিয়ে সবাই সচেতন হবে। আশা করি, ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

হরিজনদের জীবন-বৈচিত্র্য নিয়ে সৈয়দ আশিক রহমানের গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ। আর পরিচালনায় আছেন সকাল আহমেদ। 

পরিচালক সকাল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে এর চিত্রায়ণ নিয়ে গবেষণা ও চর্চা চলছিল। অবশেষে এটি ক্যামেরায় ধারণ হচ্ছে।

সিনেমাটিতে আরোশ খান ও তাসনুভা তিশা ছাড়াও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আফ্রি সেলিনাসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা