X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুয়ার খুললো এফডিসির নান্দনিক মসজিদের

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ২০:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২২:৫৫

বিএফডিসি মানেই শুধু লাইট, ক্যামেরা আর অ্যাকশন নয়, প্রয়োজন হয় আড্ডা, বিশ্রাম ও ইবাদতের জায়গারও। এমন ভাবনা থেকে নামাজ আদায়ের জন্য বাংলা চলচ্চিত্রের এই প্রাণকেন্দ্রে ছিল ছোট্ট একটা মসজিদ। এবার সেটি ভেঙে রূপ পেলো নান্দনিকতায়।

তরুণ অভিনেতা সনি রহমানের উদ্যোগে থার্মেক্স গ্রুপের এমডি আবদুল কাদির মোল্লার অর্থায়নে তৈরি হয়েছে বিশাল ও সৌন্দর্যমণ্ডিত এই মসজিদ।

দুয়ার খুললো এফডিসির নান্দনিক মসজিদের নির্মিত হয়েছে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নয়নাভিরাম ইবাদতখানা। যা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। 

দোতলা এই মসজিদে একসঙ্গে প্রায় আটশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 

দুয়ার খুললো এফডিসির নান্দনিক মসজিদের ইতোমধ্যে আগত মুসল্লিরা মুগ্ধ হয়েছেন ইবাদতখানার নির্মাণশৈলীতে। মসজিদের ওপরের অংশের দু’পাশে রয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজে কারুকার্য। সৌন্দর্য বর্ধনে তিনটি ঝাড়বাতি লাগানো হয়েছে। 

সন্ধ্যায় দেখা যায়, মসজিদটি উদ্বোধনের আগে এর সামনের অংশে ঝরনা স্পটসহ লাইটিং করে সাজানো হয়েছে।

দুয়ার খুললো এফডিসির নান্দনিক মসজিদের জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বরে এফডিসি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। মসজিদ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৯ লাখ টাকা। পরে সৌন্দর্য বর্ধনের নানা নকশা ও লাশের গোসলখানা নির্মাণের ফলে ব্যয় বেড়ে যায় বলে জানান অভিনেতা সনি রহমান। দুয়ার খুললো এফডিসির নান্দনিক মসজিদের

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)