X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিগ বস জিতলেন সৌদি আরবে জন্ম নেওয়া অভিনেত্রী

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ১২:৫৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২০:০৬

আলোচিত রিয়েলিটি শো বিগ বসের ১৫তম আসর জিতে নিলেন ভারতীয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। সৌদি আরবে জন্ম নেওয়া এই তারকা প্রথম থেকেই বেশ আলোচনায় ছিলেন। 

বিগ বসের ট্রফি ছাড়াও ৪০ লাখ টাকার পুরস্কার জিতেছেন তিনি। দ্বিতীয় স্থান পান প্রতীক, তৃতীয় হয়েছেন করণ। 
সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খানের এই শো'র বিজয়ী কে হবেন, সেটা নিয়ে সোশাল মিডিয়ায় ছিল তুমুল আলোচনা। 
দর্শকদের বিচারে জয়ী হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন প্রতীক আর করণ। তারপরই নাম আসে শমিতা আর তেজস্বীর। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন তেজস্বী।

অন্যদিকে, বিগ বস জার্নি ছিল চড়াই-উতরাইয়ে ভরপুর। ঘরের ভেতর সবার সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন তেজস্বী। একেকটা সময় তার মন্তব্য এবং কার্যকলাপের জেরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেধে যেত। তবে সোশাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে তেজস্বীর এই যুদ্ধংদেহী মনোভাব।

প্রথম থেকেই শো-তে বনিবনা ছিল না করণ আর প্রতীকের। এদিকে, একে-অপরকে সহ্য করতে পারতেন না শমিতা আর তেজস্বীও। তেজস্বী

প্রসঙ্গত, গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিগ বসের পাঁচ প্রাক্তন বিজয়ী- গৌতম গুলাটি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান আর রুবিনা দিলায়েক। ১০ লাখ টাকা বাক্সবন্দি করে তারাই ঘরের মধ্যে যান। অফার দেন ট্রফি বা ১০ লাখের মধ্যে থেকে বেছে নিতে হবে একটা। সেটাই নিয়ে বেরিয়ে যান অপর প্রতিযোগী নিশান্ত।
অন্যদিকে, তেজস্বীর জন্ম সৌদি আরবে হলেও বাবা-মা ভারতীয়। পড়াশোনা করেছেন মুম্বাইয়ে। এরপর ২০১৪ সাল থেকে টিভি মিডিয়ায় সক্রিয় তিনি। প্রায়ই নানারূপে দেখা গেছে তেজস্বীকে

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমওএফ/
সম্পর্কিত
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
সালমানও ভরসা রাখছেন দক্ষিণী নির্মাতায়!
সালমানও ভরসা রাখছেন দক্ষিণী নির্মাতায়!
সালমানকে শুভেচ্ছা জানাননি কেন, জানালেন শাহরুখ
সালমানকে শুভেচ্ছা জানাননি কেন, জানালেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা