X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শাহ আব্দুল করিমের গান গাইলেন আদর-বুবলী!

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৯

আলোচনায় এখন এক নম্বরে শবনম বুবলী। নির্বাচন বা ব্যক্তিগত বিষয়ে নয়, তিনি আলোচনায় উঠেছেন তার অভিনয় দিয়েই। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‌‘টান’ বুবলীকে তুলে ধরেছে অন্য উচ্চতায়।

অনেকটা সেই উচ্চতাকে আরেকটু স্থির ও মজবুত করলো বুবলীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘তালাশ’। এতে প্রথমবার তিনি কাজ করেছেন মডেল আদর আজাদকে নিয়ে। তারই একটি গান উন্মুক্ত হলো মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

যথারীতি ‘টান’ আলোচনার পালে ভালোই বাতাস লাগালো ‘রঙের দুনিয়া’ শিরোনামের এই গানচিত্রটি। শাহ আব্দুল করিমের কথা ও সুরের আলোচিত এই গানটিতে এবার কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী ও আরিফ রহমান জয়৷ সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। আর সিনেমার পর্দায় গানটির সঙ্গে মঞ্চ মাতিয়েছেন আদর ও বুবলী।

গানটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘এই সিনেমার প্রতিটি গানই শ্রুতিমধুর। আগের গানটি থেকেও ভালো সাড়া পেয়েছিলাম৷ আশা করি, এবারও দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’

এর আগে মুক্তি পায় ‘তালাশ’ ছবির ‘মায়া মাখা’ শিরোনামের গানটি। এতে উঠে আসে আদর আজাদ ও শবনম বুবলীর প্রেমময় যন্ত্রণার গল্প। তার আগে মুক্তি পায় সিনেমাটির ফার্স্টলুক।

ছবির একটি দৃশ্যে আদর-বুবলী পরিচালক সৈকত নাসির বলেন, ‘এই সিনেমার সবচেয়ে বড় স্ট্রোক পয়েন্ট বলতে হয় বুবলীর অভিনয়। শুধু গ্ল্যামার নয়, তিনি যে অনেক উঁচুমানের অভিনেত্রী সেটা ছবিটি দেখলেই বোঝা যাবে। আর আদর ফুল সারপ্রাইজ প্যাকেজ ছিল আমার কাছে। শুধু অভিনয় নয়, তিনি একজন সম্পূর্ণ মিউজিশিয়ানও। যা এই ছবিতে কাজে লাগাতে পেরেছি।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমায় পাঁচটি গান রয়েছে। রোমান্টিক থ্রিলার গল্পে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা