X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

লতা মঙ্গেশকর স্মরণে শুটিংয়ে সুবর্ণা মুস্তাফার নীরবতা

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১

৬ ফেব্রুয়ারি সকাল ৮টা ১২ মিনিটে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণ ঘটে। এমন খবরে মুষড়ে পড়েন বিশ্বজুড়ে তার কোটি ভক্ত-অনুরাগী। তার অন্যতম দেশের কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

একই দিন বেলা ১১টা থেকে শুরু হয় এই অভিনেত্রীকে নিয়ে ‘অতল স্বর্গের ডাক’ নামের একটি বিশেষ নাটকের শুটিং। ইফফাত আরেফিন মাহমুদের চিত্রনাট্যে এটির নির্মাতা চয়নিকা চৌধুরী। যথাসময়েই ফিল্ম ভ্যালির শুটিং সেটে হাজির হলেন সুবর্ণা। যথানিয়মে সেট-লাইট-ক্যামেরা রেডি, নির্মাতা অ্যাকশন বলার অপেক্ষায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন সুবর্ণা মুস্তাফা নিজেই! বিষণ্ণ ভরাট কণ্ঠে বললেন, ‘আগে আমি লতাজির স্মরণে এক মিনিট নীরবতা পালন করবো। তারপর কাজ শুরু হবে।’

সুবর্ণা মুস্তাফা ও তামিম মৃধা চয়নিকা বললেন, ‘একজন মানুষ শুধু অভিনয়, গান বা নির্মাণ দিয়েই কিংবদন্তি হন না। সঙ্গে আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য লাগে। যেটা আবারও দেখলাম সুবর্ণা আপুর কাছ থেকে। লতাজির প্রয়াণের খবরে আমিও বিষণ্ণ ছিলাম। কিন্তু তাকে স্মরণ করে যে কিছু করা যেতে পারে শুটিং ইউনিটে, সেটা সুবর্ণা আপু দেখালেন। উনার কথা মতো আমরা ইউনিটের প্রত্যেকে যে যেই অবস্থানে ছিলাম, সেখানে থেকেই এক মিনিট নীরবতা পালন করলাম। এরপর কাজ শুরু হলো।’

নীরবতা পালনের মধ্য দিয়ে শুটিংটি শুরু হয় ৬ ফেব্রুয়ারি সকালে। শেষ হয় ৮ ফেব্রুয়ারি রাতে। এতে সুবর্ণা মুস্তাফা ছাড়াও অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা তামিম মৃধা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাহিদ হোসেন শোভনকে।

শুটিংয়ে শিল্পী-কুশলীদের একাংশ চয়নিকা চৌধুরী জানান, টেলিহোম প্রযোজিত এই নাটকে সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে নামজাদা একজন লেখকের ভূমিকায় আর তামিম মৃধা অভিনয় করেছেন ব্লগার-সাংবাদিক চরিত্রে।

নির্মাতা বলেন, ‘অনেক দিন পরে সুবর্ণা আপুকে নিয়ে কাজটি করে প্রশান্তি পেয়েছি। আপু নিজেও বহু বছর পর একক নাটক করলেন। এর জন্য আমি কৃতজ্ঞ।’

সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর ‘এদিন খুঁজেছিনু যারে’ নাটকে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা। এতে সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
গানচিত্রে আবুল হায়াত ও রিচি সোলায়মান
গানচিত্রে আবুল হায়াত ও রিচি সোলায়মান
আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী
আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান