X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০

এই মুহূর্তে বাবাকে খুব মনে পড়ছে: ইমরান

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:২০

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে।

এতে শ্রেষ্ঠ ছবি ‘বিশ্বসুন্দরী’র গানের জন্য গায়ক ও সংগীত পরিচালক বিভাগে দুটি পুরস্কার জিতে নেন ইমরান মাহমুদুল! প্রথমবার এমন স্বীকৃতি, তাও আবার একসঙ্গে দুটি। ইমরান নিজেই বিস্মিত এমন প্রাপ্তিতে। 

‌‌‘অসম্ভব বড় প্রাপ্তি’—এভাবেই ইমরান তার প্রাথমিক প্রতিক্রিয়া জানালেন।

বললেন, ‘প্রথমেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এই মুহূর্তে বাবাকে খুব মনে পড়ছে। তাকে আমার পুরস্কারটা উৎসর্গ করছি। আমার পরিবার ও শ্রোতারা পাশে ছিলেন বলেই এই পুরস্কারটা পেলাম।’

‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য সুরকার ও গায়ক হিসেবে সেরা হয়েছেন তিনি। এটি তার সঙ্গে গেয়েছেন কণা। লিখেছেন কবির বকুল। দুজনেই পাচ্ছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। তাদের কথাটিও স্মরণ করলেন ইমরান।

বললেন, ‘‘একটা কাকতালীয় বিষয় হলো, আমি যত দ্বৈত গানের জন্য পুরস্কার পেয়েছি, তার সবটাই কণা আপুর সঙ্গে। এবং একই গানে। এবার জাতীয় পুরস্কারও পেলাম, তাও একই গানে। এটা খুবই ভালো লেগেছে। আরও ভালো লাগার বিষয়, আমাদের বকুল ভাইও একই গানের জন্য পুরস্কার পাচ্ছেন। আমাদের প্রথম হলেও ভাইয়ার এটি ৬ষ্ঠতম! সব মিলিয়ে আমি আসলে কৃতজ্ঞতা জানাতে চাই ‘বিশ্বসুন্দরী’ টিমকে।’’

দেখে নেওয়া যাক ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো—

শ্রেষ্ঠ চলচ্চিত্র- যৌথভাবে 
১. গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর)

২. বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু)

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর)

শ্রেষ্ঠ শিশুশিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাঁধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক- বেলাল খান (হৃদয় জুড়ে)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়িকা- যৌথভাবে 
১. দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী)

২. সোমনুর মনির কোনাল (বীর)

শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- যৌথভাবে 
১. পঙ্কজ পালিত (গোর)

২. মাহবুব নিয়াজ (গোর)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)

মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে এই পদক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার
সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
গানে ফারিণ, সঙ্গে তাহসান, পেছনে ইমরান
ইমরানের সুরে-সঙ্গে প্রথম হাবিব
ইমরানের সুরে-সঙ্গে প্রথম হাবিব
ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!
ইমরানের ‘চোখে চোখে’ দীঘি!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার