X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অভিনয়ে উন্নতির জন্য এখনও শিক্ষকের কাছে যান ইরেশ

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৪:১৬আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:০৩

কিংবদন্তি শিল্পী দম্পতি আলী যাকের ও সারা যাকের। তাদের একমাত্র পুত্র অভিনেতা ইরেশের জন্য এরচেয়ে বড় শিক্ষক আর কে হতে পারেন? ইরেশও তা-ই মনে করেন। বাবা-মায়ের উত্তরসূরি হিসেবে এখনও তাই ইরেশের পর্দায় উপস্থিতি আলাদা বিনোদন দেয় দর্শকদের। 

তবে মজার এক তথ্য দিলেন এই তারকা। জানালেন, এই তো কিছু দিন হলো নিজের অভিনয় আরও চরিত্রঘনিষ্ঠ করতে দ্বারস্থ হয়েছেন নায়লা আজাদ নূপুর ও আজাদ আবুল কালামের কাছে। একেবারে আক্ষরিকভাবেই যেন, তারা তার শিক্ষক ও তিনি ছাত্র। 

মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গুণিন’র বিশেষ শোতে হাজির হয়ে ৯ মার্চ সন্ধ্যায় কথাটি বলেন ইরেশ।

আজাদ আবুল কালাম ও ইরেশ এই ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, ১৯৮০’র দশকে বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকের একজন পরিচিত মুখ নায়লা আজাদ নূপুর বর্তমানে বাংলাদেশেই আছেন।

আপনার অভিনয় দেখলে মনে হয়, আগের চেয়ে এখন অনেক বেশি চরিত্রের মধ্যে মিশে যাচ্ছেন। দর্শক আপনার উপস্থিতি উপভোগ করছে- এমন প্রশংসায় ইরেশ বলেন, ‘‘আমার অভিনয় দেখে এক বন্ধু একদিন আমাকে বললো, ‘তোমার অভিনয়টার মধ্যে একটা মেকি ভাব থাকছে। মানে চরিত্রের মধ্যে ঢুকছো না।’ বিষয়টি নিয়ে আমিও ভাবলাম। এরপর আমি দুজন শিক্ষকের দ্বারস্থ হলাম বা তাদের সহযোগিতা করতে বললাম। তারা হলেন গুণী দুই মানুষ নায়লা আজাদ নূপুর ও আজাদ আবুল কালাম। বেশ কিছু দিন হচ্ছে আমি তাদের কাছে নতুন করে শিখছি। চেষ্টা করছি অভিনয়ে আরও উন্নতি করার।’’

অভিনয়ে উন্নতির জন্য এখনও শিক্ষকের কাছে যান ইরেশ বুধবার (৯ মার্চ) রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয় ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। ছবিটিতে রমিজ চরিত্রে শরিফুল রাজ ও রাবেয়ার ভূমিকায় দেখা যাবে পরীমণিকে। 

১১ মার্চ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। নির্মাতা জানান, ছবিটির গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে কেন্দ্র করে। তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। এর জোরে গ্রামে তার বিশাল প্রভাব। গুণিনের তিন নাতি রহম, আলী ও রমিজ। তার রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে ছবিটির প্রেক্ষাপট। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
সারা যাকেরের আয়োজনে চলছে ‘রাইজিং একোস’
সারা যাকেরের আয়োজনে চলছে ‘রাইজিং একোস’
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
এই অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে: সাবিলা নূর
এই অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে: সাবিলা নূর
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী