X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আজিজুর রহমানকে শ্রদ্ধা জানাতে এক হলেন শিল্পীরা

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ২০:৫৯আপডেট : ২০ মার্চ ২০২২, ২১:০১

‘ছুটির ঘণ্টা’সহ অসংখ্য দর্শকনন্দিত ছবির পরিচালক আজিজুর রহমানের মরদেহ ঢাকায় আনা হয়েছে। আজ (২০ মার্চ) সন্ধ্যায় তাকে নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে।

অশ্রু আর ফুলে তাকে শ্রদ্ধাও জানিয়েছে তার সহকর্মী ও বর্তমান প্রজন্মের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। এর আগে অনুষ্ঠিত হয় এই কিংবদন্তি পরিচালকের জানাজা।

এসময় ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে হাজির হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। ছিলেন বাপ্পারাজ, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে। ফলে শিল্পী সমিতির নির্বাচনের পর প্রথমবারের মতো এফডিসির আয়োজনে দেখা গেলো বাপ্পারাজকে। 

উল্লেখ্য, গত ১৫ মার্চ কানাডার একটি হাসপাতালে নির্মাতা আজিজুর রহমান মারা যান। এফডিসিতে জানাজা

জানা যায়, এখন তার মরদেহ এফডিসি থেকে নিয়ে যাওয়া হবে ধানমন্ডিতে তার বাসভবনে। সেখান থেকে আগামীকাল (২১ মার্চ) সকালে হেলিকপ্টারে গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে তাকে নেওয়া হবে।

জানাজা শেষে আজিজুর রহমানের নির্ধারণ করে রাখা কবরে তাকে দাফন করা হবে। এটি তার মায়ের কবরস্থান। মায়ের কোলেই শেষ শয্যা যাওয়ার ইচ্ছা রেখে গেছেন তিনি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)