X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্মিথের সেই চড় নিয়ে আক্রান্ত ক্রিসের রসিকতা  

বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ১২:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২:৫৮

স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের রোগ নিয়ে রসিকতা বরদাস্ত করেননি অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। কৌতুক করায় কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মেরে বসেন স্মিথ।

৯৪তম অস্কার মঞ্চের সেই ঘটনার পর অনেক জল গড়িয়েছে। স্মিথ মাফ চেয়েও রক্ষে হয়নি। অস্কার কমিটি ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে তাকে।

অন্যদিকে, মুখে কুলুপ এঁটেছেন আক্রান্ত ক্রিস রক। এর আগে একটি কৌতুক শোতে বলেছিলেন, সেই ঘটনা নিয়ে কথা বলবেন তিনি। এবার এই কমেডিয়ান করলেন রসিকতা।

অস্কারের অনুষ্ঠান শেষ হতেই ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামে স্ট্যান্ড আপ কমেডির শো শুরু হয় নানা দেশে। রসিক ক্রিস তার পারফরমেন্সের মধ্যে দু’চার টুকরো কৌতুক মন্তব্য ছুড়ে দিতে দ্বিধাবোধ করেছেন না এতে।

সবশেষ একটি অনুষ্ঠানে তিনি বললেন, ‘কপাল ভালো কানটায় আবার শুনতে পাচ্ছি!’

এ কথা স্পষ্ট, উইলের হাতে বাঁ গালে থাপ্পড় খাওয়া নিয়েই এই মন্তব্য তার। শুধু তা-ই নয়, একই অনুষ্ঠানে তিনি উপহাস করেন, ‘যতক্ষণ না পারিশ্রমিক পাচ্ছি, ততক্ষণ ওই ঘটনা (উইলের চড়) নিয়ে কোনও মন্তব্য করবো না।’

গত মাসে আরও একটি অনুষ্ঠানে ক্রিস সরাসরি বলেন, ‘আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তা কিন্তু হবে না। এই ঘটনার আগেই আমার স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানের জন্য লম্বা লম্বা চিত্রনাট্য লিখেছি।’

তবে অনুষ্ঠান চলাকালীন উইলের চপেটাঘাত নিয়ে একটি বাক্য ব্যয় করেন তিনি। বলেন, ‘আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি।’

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া অস্কার অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, ক্রিস রক অন্য অনেকের সম্পর্কে রসিকতা করতে করতে বলেন, ‘পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।’

১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি অ্যালোপেসিয়া অসুখের কারণে। এর জেরেই চরম রেগে যান স্মিথ। চেয়ার থেকে উঠে মঞ্চে চলে যান এবং সপাটে থাপ্পড় মারেন রককে। 

ওই চড় মারার দায়ে উইল স্মিথকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে। দিন দু’য়েক আগে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ কর্তৃপক্ষ।

সূত্র: টিএমজেড

/এম/
সম্পর্কিত
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!