X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
মান্নাকে নিয়ে আসিফের গান

স্বপ্নের বাজিগর নাম তার মান্না (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২২, ১৭:৫৩আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ২২:৩৬

ঢাকাই সিনেমার অন্যতম নায়ক-প্রযোজক এসএম আসলাম তালুকদার মান্না। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি। অকাল প্রয়াত এ অভিনেতার জন্মদিনকে ঘিরে প্রকাশ হলো বিশেষ গান ‘স্বপ্নের বাজিগর মান্না’।

বৃহস্পতিবার দুপুরে মান্নার গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়। গেয়েছেন আসিফ আকবর। লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ। 

গানটি উন্মুক্ত করার জন্য কৃতাঞ্জলির অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা সাথী, সংগীত পরিচালক ইবরার টিপু, কণ্ঠশিল্পী কান্তা এবং মান্নার স্ত্রী শেলী মান্নাসহ অনেকে।

গানটি প্রকাশনা অনুষ্ঠানে শেলী মান্নাসহ অতিথিরা শেলী মান্না বলেন, ‘‘আমার স্বামী এস এম আসলাম তালুকদার মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমি ধরেছি। মান্না চলে যাওয়ার এই দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা করি। বাংলাদেশের এই জনপ্রিয় নায়ককে স্মরণ করে দুটি গান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ আসিফ আকবরের ‘স্বপ্নের বাজিগর মান্না’ প্রকাশ হলো। আরেকটি আমার লেখা গান, সেটিও আমরা খুব দ্রুত প্রকাশ করবো।’

নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের মহানায়ক মান্না। চলচ্চিত্রে অনেক দিয়েছে। তার অবদান ভুলবার নয়। আজ মান্না নেই কিন্তু তাকে নিয়ে একসময় গবেষণা হবে। কেননা, মান্না এমন একজন নায়ক ছিল যে কিনা বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।’

মান্না চব্বিশ বছরের চলচ্চিত্র জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ‘আম্মাজান’ চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তিনি ‘বীর সৈনিক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই নায়ক।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ