X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন মুখ খুঁজছে জাজ: বর্ণবৈষম্যের অভিযোগ

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৭:১৩আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:৩৩

দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি বরাবরই প্রশংসার দাবি রাখে নতুন মুখকে পাদপ্রদীপের সামনে তুলে ধরার বিষয়ে। চলতি সময়ের বেশিরভাগ চলচ্চিত্র তারকাই এই প্রতিষ্ঠানের হাত ধরে উঠে আসা।

সেই ধারাবাহিকতায় রবিবার (১৭ এপ্রিল) ফের নতুন মুখের সন্ধানে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে জানানো হয়েছে, ‘আগ্রহীকে হতে হবে কালো বা শ্যামলা, ফর্সা চলবে না’! মূলত এই বিষয়টি নজর কেড়েছে নেটাগরিকদের। অনেকেই বিষয়টিকে দেখছেন বর্ণবৈষম্য’র নতুন মাত্রা হিসেবে। তুহিন হামিদ নামের একজন লিখেছেন, ‘খুবই জঘন্য চিন্তাভাবনা আপনাদের। এমন কাউকে অ্যাপ্লাই করতে হবে যে দেখতে সুন্দর নয়! আমি জানতাম মানুষ মাত্রই সুন্দর।’

এদিকে নতুন মুখ খোঁজার এই প্রক্রিয়াটি হচ্ছে জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য। কর্তৃপক্ষ জানায়, এই ছবির মাধ্যমে ‘বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো’ উপহার দিতে চান তারা। প্রশ্ন উঠেছে এখানেও, তবে কি কালো বা শ্যামলা মানেই ‘নন-গ্ল্যামার’?

জবাব পাওয়া যায়নি প্রযোজক আব্দুল আজিজ কিংবা নির্মাতা সৈকত নাসিরের কাছ থেকে।

রবিবার বিকালে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা মজার ও বিভ্রান্তিকর এই বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো-     

আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেন হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা, শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না। আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না, এমনকি চেহারাও ভালো না । 

জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। কেমন নায়ক খুঁজছি তা নিম্নে দেওয়া হলো- 
বয়স: ২০-২৫ বছর 
উচ্চতা: ৫’৬”-৫’৯” 
গায়ের রঙ: কালো বা শ্যামলা (ফর্সা চলবে না)
শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উচ্চ মাধ্যমিক 
অভিনয়ে: অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে। 

‘বারুদ’ সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের ওপর ভিত্তি করে। সঙ্গে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রমধর্মী গল্প ‘বারুদ’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম। 

আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং উপরের উল্লেখিত বর্ণনার মতো হন, তাহলে আবেদন করুন নিচের ইমেইল আইডিতে- [email protected]। আবেদনের সঙ্গে যা সংযুক্তি করবেন: 
১। ৩ কপি ছবি 
২। ফেসবুকের লিংক 
৩। বয়স 
৪। উচ্চতা
৫। গায়ের রঙ
৬। শিক্ষাগত যোগ্যতা 
৭। ফোন নাম্বার
 
দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো!!!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী