X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুই দশকে প্রাঙ্গণেমোর ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৬:১৬আপডেট : ০৫ মে ২০২২, ১৭:৪৪

প্রাঙ্গণেমোর নাট্যদল ৬ মে বিশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ২০০৩ সালের এ দিনটিতে দলটি প্রতিষ্ঠিত হয়। 

গত ২০ বছরে দলটি ১৫টি প্রযোজনা মঞ্চে এনেছে, যার বেশিরভাগই দর্শকনন্দিত হয়েছে। এছাড়া দেশ-বিদেশে সফলতার সাথে ১১টি নাট্যোৎসবের আয়োজন করেছে।

দলের অন্যতম সদস্য সরোয়ার সৈকত জানান, ২০তম জন্মদিন উপলক্ষে ৬ মে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হচ্ছে ‘হাছনজানের রাজা’। নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ আর নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

‘হাছনজানের রাজা’ নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু। আরও অভিনয় করেছেন- আউয়াল রেজা, সাগর রায়, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, রাহুল, সুমন, প্রকৃতি, প্রীতি ও বাঁধন।

পরদিন ৭ মে, শনিবার সন্ধ্যা ৭টায় একই হলে ররীন্দ্রনাথের ১৬১তম জন্মদিন উপলক্ষে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চায়িত হবে। এটি রচনা, নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা, পোষাক পরিকল্পনা, মেকআপ ও গেটআপ পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। 

নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস ও সরোয়ার সৈকত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান