X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একসঙ্গে প্রথম (ভিডিও) 

বিনোদন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৭:৫৯আপডেট : ০৮ মে ২০২২, ১৭:৫৯

বেশ কিছু জনপ্রিয় গানের পেছনের মানুষ সাজিদ সরকার। নিজের মেধা, মনন আর কাজের প্রতি একাগ্রতা দিয়ে  সংগীত পরিচালক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। অন্যদিকে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ নিজের গায়কী দিয়ে শ্রোতাদের কাছে তৈরি করেছেন আলাদা বলয়। পাশাপাশি গান লিখে ও সুর করেও প্রশংসিত হয়েছেন জিসান। 

সংগীতের এই জনপ্রিয় দুই মুখ প্রথমবারের মতো একসঙ্গে শ্রোতাদের উপহার দিলেন নতুন এক গান। শিরোনাম ‘এলে না তুমি’। এবারের ঈদে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা ও সুর করেছেন শুভ নিজেই। আর সংগীতায়োজনের কাজটি করেছেন সাজিদ। 

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটিতে জিসান খান শুভর সাথে অভিনয় করেছেন মিনাক্ষী রায় ও শুভ্র সড়খেল। 

প্রথমবার জিসান খান শুভর গানের সংগীতায়োজন করা নিয়ে সাজিদ সরকার বলেন, ‘শুভর কথা, সুর ও গায়কী আমার বরাবরই ভালো লাগে। কাজটি করতে গিয়ে আমরা দুজনই এনজয় করেছি। একটু ভিন্ন ধরার গান। অনেক যত্ন নিয়ে গানটি সাজিয়েছি।’

উচ্ছ্বসিত জিসান খান শুভ জানালেন, ‘আমি সাজিদ ভাইয়ের মিউজিকের ফ্যান। অনেকদিন থেকেই ইচ্ছা ছিলো তার সাথে কাজ করার। অবশেষে কাজটি হলো। শ্রোতারাও গনটা খুব পছন্দ করছে। এটাই বড় ভালোলাগা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়,  ঈদের ২য় দিন প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় ‘এলে না তুমি’ গানটি। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক একাধিক অডিও স্ট্রিমিং অ্যাপ-এ।

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’