X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
‘আকবর ফিফটি নট আউট’

যার কিছু সত্য আমার বিরুদ্ধেও যাবে: আসিফ

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৬:১০আপডেট : ১৫ মে ২০২২, ১৯:১২

প্রকাশের আগেই অনেক জলঘোলা হলো ‘আকবর ফিফটি নট আউট’ নিয়ে। এবার সেটি এলো প্রকাশ্যে। যার জীবন থেকে লেখা বইটি, তিনি প্রকাশনা উৎসবে এসে ফের দ্ব্যর্থহীন।

আসিফ আকবর বললেন, ‘সত্যের মুখোমুখি হতে ভয় পাইনি কখনও। আমি জানতাম জীবনী গ্রন্থ প্রকাশ হলে অনেক কঠিন সত্য প্রকাশ করতে হবে। যার কিছু সত্য কখনও নিজের বিরুদ্ধেও যাবে। তবুও আমি চেয়েছি নিজের জীবন ও ক্যারিয়ারের সত্যগুলো প্রকাশ পাক।’
 
সোহেল অটলের লেখা, কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ এটি। শনিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশনা উৎসবের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

সেখানে আসিফ আকবর-সোহেল অটল ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, রবি চৌধুরী, আতিক বাবু, সোহেল মেহেদী, গীতিকবি গোলাম মোর্শেদ, ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, প্রকাশক নাজমুল হুদা রতনসহ অনেকেই।

অতিথির বক্তব্যে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘জীবনী গ্রন্থ লেখা কঠিন কাজ। কারণ, জীবনী গ্রন্থে সত্যি কথা বলতে হয়। সে সত্যি কখনও অন্যের কিংবা নিজের বিরুদ্ধেও চলে যায়। সত্যি গ্রহণের জন্য মানসিক প্রস্তুতিও থাকতে হয়।’

লেখক-সাংবাদিক সোহেল অটল বলেন, ‘বইটি লিখতে গিয়ে নানা ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অবশেষে বইটি প্রকাশ পেল। বইতে অনেক ঘটনা ও তথ্য অনেকের বিরুদ্ধে চলে যেতে পারে। আশা করবো, সত্যকে সহজভাবে গ্রহণ করার মতো সাবালকত্বের প্রমাণ রাখবেন সংশ্লিষ্টরা।’ 

‘আকবর ফিফটি নট আউট‘ বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশনস। চব্বিশ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইয়ের দাম রাখা হয়েছে ৬শত ২৫ টাকা।

অনুষ্ঠানে প্রকাশক নাজমুল হুদা রতন জানান, রকমারিসহ সব অনলাইন প্ল্যাটফর্মেই বইটি পাওয়া যাবে। এ ছাড়া বইটির ইংরেজি সংস্করণও শিগগিরই প্রকাশ হবে।

/এমএম/
সম্পর্কিত
শ্রেয়া ঘোষালের সঙ্গে আসিফের গান
শ্রেয়া ঘোষালের সঙ্গে আসিফের গান
অন্তর্জালে সংগীত প্রতিযোগিতা, পুরস্কার ৭৯ লাখ টাকা!
অন্তর্জালে সংগীত প্রতিযোগিতা, পুরস্কার ৭৯ লাখ টাকা!
শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে: আসিফ
শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে: আসিফ
চাকরি জীবনের প্রথম কাজে আসিফ পাস!
চাকরি জীবনের প্রথম কাজে আসিফ পাস!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার